boAt Wave Armour: কলিং ফিচার সহ বোট ভারতে লঞ্চ করল নতুন স্মার্টওয়াচ, দাম মাত্র ১৮৯৯ টাকা

boAt Wave Armour স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৮৯৯ টাকা।

স্মার্ট গ্যাজেট প্রস্তুতকারী ভারতের জনপ্রিয় ব্র্যান্ড boAt লঞ্চ করল নতুন boAt Wave Armour স্মার্টওয়াচ। মিলিটারিগ্রেড যুক্ত এই নতুন স্মার্টওয়াচটি রাগড ডিজাইন, ব্লুটুথ কলিং ফিচার এবং উন্নতমানের হেলথ ও ওয়েলনেস মনিটর সহ এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Wave Armour স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Wave Armour এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোট ওয়েভ আর্মার স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৮৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি। এটি অ্যাক্টিভ ব্ল্যাক এবং অলিভ গ্রিন এই দুটি কালার অপশনে এসেছে।

boAt Wave Armour এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত বোট ওয়েভ আর্মার স্মার্টওয়াচটি ১.৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে সহ এসেছে, যার রেজোলিউশন ২৪০x২৮৬ পিক্সেল এবং এটি ৫৫০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। তাই প্রখর রোদেও এর ডিসপ্লে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। তাছাড়া এতে থাকছে স্প্লিট স্ক্রিন। যার মাধ্যমে ব্যবহারকারী একইসঙ্গে অনেকগুলি ফিচার অ্যাক্সেস করতে পারবেন।

অন্যদিকে, নতুন এই ঘড়িটি শক্তপক্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় যেকোনো ধরনের আঘাত প্রতিঘাত রুখে দেবে। পাশাপাশি যেকোনো আউটডোর অ্যাক্টিভিটি করার সময় এটি অনায়াসেই ব্যবহারযোগ্য। শুধু তাই নয়, এতে দেওয়া হয়েছে জল এবং ধুলো প্রতিরোধী IP67 রেটিং।

তদুপরি হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার উপলব্ধ। সাথে থাকছে ২০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা। উপরন্তু এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ব্লুটুথ ৫.২। এখানেই শেষ নয়। ব্লুটুথ কলিংয়ের জন্য ঘড়িটিতে বিল্ট-ইন মাইক এবং স্পিকার বর্তমান।

এবার আসা যায় boAt Wave Armour স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৭ দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে ২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।