সস্তায় ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ লঞ্চ হল boAt Wave Edge স্মার্টওয়াচ, ফুল চার্জে চলবে ৭ দিন

দেশীয় সংস্থা boAt ভারতে লঞ্চ করল তাদের নতুন একটি স্মার্টওয়াচ। ওয়েভ সিরিজের অন্তর্গত এই স্মার্টওয়াচটির নাম boAt Wave Edge। সাশ্রয়ী মূল্যে আসলেও এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার এবং ৭ দিনের ব্যাটারি লাইফ। এমনকি ঘড়িটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Wave Edge স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Wave Edge স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোট ওয়েভ এজ স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক, বেইজ, ডিপ ব্লু এবং সেজ ক্রিম, এই চারটি কালার অপশনে পাওয়া যাচ্ছে ঘড়িটি। আগ্রহী ক্রেতারা সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই- কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পারবেন নতুন এই স্মার্টওয়াচ।

boAt Wave Edge স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত বোট ওয়েভ এজ স্মার্টওয়াচটি Apple Watch এর মতো রোটেটিং ডিজিটাল ক্রাউন সহ বর্গাকার ডায়ালে এসেছে। এর এইচডি রেজোলিউশনের ডিসপ্লেটির পরিমাপ ১.৮৫ ইঞ্চি, যার স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশ এবং ডিসপ্লেটি ৫৫০ নিট উজ্জ্বলতা অফার করবে।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার উপলব্ধ। সাথে থাকছে ব্রিদিং গাইড। শুধু তাই নয়, ওয়্যারেবলটিতে ১০০টি স্পোর্টস সাপোর্ট করবে। তবে টাইমপিসটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। ফলে হাতের ঘড়ি থেকে সরাসরি ফোন কল করা এবং ধরা সম্ভব। এর জন্য ওয়্যারেবলটিতে বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন উপস্থিত। সাথে ডায়াল প্যাড এবং ১০টি কন্টাক্ট মজুত করার মত স্টোরেজ।

এখানেই শেষ নয়, ওয়েভ এজ স্মার্টওয়াচে সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। এছাড়া এতে রয়েছে ইয়ংবার্ড, ২০৪৭, থান্ডারব্যাটেলের মত ইন বিল্ট গেম। আবার পাওয়ার ব্যাকআপের জন্য boAt Wave Edge ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ২১০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে সাত দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং প্রাপ্ত।