দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে কলিং ফিচার, Boult Drift Pro স্মার্টওয়াচ কিনবেন নাকি

ভারতীয় বাজারে Boult Drift Pro স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা

ভারতীয় বাজারে Boult Audio ব্র্যান্ডের নতুন স্মার্টওয়াচের আবির্ভাব। Drift সিরিজের অধীনস্ত নতুন এই ঘড়িটির নাম Boult Drift Pro। প্রসঙ্গত উল্লেখ্য, গত মার্চ মাসে লঞ্চ হওয়া Drift Plus স্মার্টওয়াচের এটি সামান্য উন্নততর সংস্করণ। আর ঘড়িটি সাশ্রয়ী মূল্যে এসেছে। ফিচারের কথা বললে, এতে রয়েছে ব্লুটুথ ৫.১, ব্লুটুথ কলিং ফিচার, একাধিক হেলথ সেন্সর এবং স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন Boult Drift Pro স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Boult Drift Pro -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Boult Drift Pro স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক, ব্লু এবং ক্রিম কালার অপশনে উপলব্ধ। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন ঘড়িটি।

Boult Drift Pro -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Boult Drift Pro স্মার্টওয়াচটি বর্গাকার ডায়াল সহ এসেছে, যার ডান ধারের উপরের দিকে রয়েছে একটি ডিজিটাল ক্রাউন। আর ওয়্যারেবলটিকে দেখতে একেবারে অ্যাপল ওয়াচের মত। তাছাড়া এতে দেওয়া হয়েছে ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৩৬৮ x ৪৪৮ পিক্সেল এবং এটি সর্বোচ্চ ৮০০ নিট উজ্জ্বলতা অফার করবে। শুধু তাই নয়, ডিভাইসটিতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লের সাথে কাস্টমাইজেবল ওয়াচফেস।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার, স্লিপ মনিটর উপলব্ধ। পাশাপাশি থাকছে সিডেন্টারি এবং হাইট্রেশন রিমাইন্ডার। এখানেই শেষ নয়, ঘড়িটিতে মিলবে ১২০টি স্পোর্টস মোডের সুবিধা। এর মধ্যে রয়েছে ক্রিকেট, যোগা, রানিং, সাইকলিং ইত্যাদি।

তবে স্মার্টওয়াচটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ব্লুটুথ কলিং ফিচার। এর জন্য ঘড়িটিতে মাইক্রোফোন এবং স্পিকারের সাথে ডায়াল প্যাড এবং রিসেন্ট কল লগ উপস্থিত। তদুপরি ঘড়িটি ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি সাপোর্ট সহ এসেছে। এছাড়া টাইমপিসটির অন্যান্য নজরকাড়া বৈশিষ্ট্যগুলি হল- বিল্ট-ইন মিনি গেম, ই কার্ড, ক্যালকুলেটর, ফ্ল্যাশ লাইট, স্মার্ট নোটিফিকেশন, ডিএনডি মোড ইত্যাদি।

এবার আলোচনা করা যাক Boult Drift Pro স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ১০ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।