Boult Swing Smartwatch launched

Boult Swing: ২ হাজার টাকার কমে ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ লঞ্চ করল বোল্ট, কাল থেকে কেনা যাবে

ভারতীয় বাজারে সাশ্রয়ী মূল্যে হাই কোয়ালিটির অডিও প্রোডাক্ট প্রস্তুতিতে জনপ্রিয়তা লাভ করেছে Boult Audio। সংস্থার তৈরি অডিও ডিভাইসের তালিকায় রয়েছে ইয়ারফোন, হেডফোন, ওয়্যারলেস স্পিকার ইত্যাদি। আজ কোম্পানিটি বাজারে নিয়ে আসলো তাদের নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Boult Swing। বাজার চলতি অন্যান্য কোম্পানির স্মার্টওয়াচের তুলনায় অপেক্ষাকৃত বড় ডিসপ্লের সাথে এসেছে নতুন এই ঘড়িটি। আর ব্লুটুথ কলিংযুক্ত এই ঘড়িতে রয়েছে একাধিক হেলথ ফিচার ও স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন Boult Swing স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Boult Swing স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোল্ট সুইং স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। আগামীকাল অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ঘড়িটি কেনার জন্য উপলব্ধ হবে।

Boult Swing স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত বোল্ট সুইং স্মার্টওয়াচটি ১.৯ ইঞ্চি কালার টাচ স্ক্রিন প্যানেল ডিসপ্লে সহ এসেছে, যা সর্বোচ্চ ১০০০ নিট উজ্জ্বলতা অফার করবে। আর এই ঘড়িতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। সেই কারণে এতে ইনবিল্ট স্পিকার ও মাইক্রোফোন উপলব্ধ।

অন্যদিকে হেলথ ফিচার হিসেবে এতে রয়েছে হার্ট রেট মনিটর, অটো স্লিপ ট্র্যাকার, ব্লাড অক্সিজেন লেভেল সেন্সর, স্ট্রেস লেভেল ট্র্যাকার ইত্যাদি। আবার ওয়্যারেবলটিতে ১৫০টি ওয়াচফেস ও ১০০ টি স্পোর্টস মোড সাপোর্ট করবে। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে স্মার্টওয়াচটি ৭ দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং এবং স্ট্যান্ডবাই মোডে ২১ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার এটি পুরোপুরি চার্জ হতে সময় লাগবে দু ঘন্টা।

তদুপরি ঘড়িটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য পেমেন্ট কিউআর কোড স্ক্যানিং সাপোর্ট, স্টেপ কাউন্টার ইত্যাদি। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে রয়েছে IP67 রেটিং।