বিশ্বজুড়ে কদর ভারতে তৈরি টায়ারের, রপ্তানির অঙ্ক 21 হাজার 178 কোটি টাকা স্পর্শ করল

বাইরে চাহিদা বাড়ছে হু হু করে। ২০২১-২২ অর্থবর্ষে ভারত থেকে বিদেশে টায়ার রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ‌ ২১ হাজার ১৭৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের  টায়ার ভারত থেকে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রক পরিসংখ্যা প্রকাশ করে এ কথা জানিয়েছে।

গত বছর ১৪ হাজার কোটি টাকা মূল্যের টায়ার ভারত থেকে রপ্তানি হয়েছিল। এবার তার পরিমাণ ৭ হাজার কোটির বেশি। একটি বিবৃতিতে জানিয়েছে অটোমোটিভ টায়ার ম্যান্যুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিশেষজ্ঞদের মতে, বিগত দুই অর্থবর্ষে কোভিড অতিমারির কারণে আর্ন্তজাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলেও ভারত থেকে টায়ার রপ্তানি ৭০ শতাংশ বেড়েছে।

ভারত থেকে ফার্ম/অ্যাগ্রিকালচার এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল টায়ারের রপ্তানি বরাবরই বেশি। কিন্তু সেই তালিকায় এবার যুক্ত হয়েছে ট্রাক ও বাসের রেডিয়াল টাইপের টায়ার। গত তিন বছরে এই প্রকার টায়ারের রপ্তানি আড়াই গুণ বেড়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে ১ হাজার ২৬৩ কোটি টাকা থেকে তা ২০২১-২২ এ বেড়ে ৩ হাজার ৯৫ কোটি টাকা হয়েছে।

ভারতে টায়ার কারখানাগুলির প্রযুক্তি ও ব্যবস্থা বিশ্বমানের। একইসাথে ভরসাযোগ্য পণ্য সরবরাহে ভারতের সুখ্যাতি রপ্তানি ক্ষেত্রে একটা ইতিবাচক চিত্র তৈরি করে ফেলেছে। প্রসঙ্গত, উত্তর আমেরিকা ও ইউরোপ-সহ বর্তমানে বিশ্বের ১৭০টি দেশে ভারত থেকে টায়ার যায়। বাইরে ভারতীয় টায়ারের সবচেয়ে বড় বাজার আমেরিকায়৷ তারপর জার্মানি, ব্রাজিল, যুক্তরাজ্য, এবং ফ্রান্স।