Fire-Boltt Dazzle Plus: একাধিক স্পোর্টস মোড সহ লঞ্চ হল নয়া স্মার্টওয়াচ, জল লাগলেও নষ্ট হবে না

ভারতে আত্মপ্রকাশ করলো Fire-Boltt এর নতুন Dazzle Plus স্মার্টওয়াচ। ডিজাইন গত দিক থেকে পূর্বসূরীর সাথে সামঞ্জস্যপূর্ণ এই ঘড়িটিতে দেওয়া হয়েছে বর্গক্ষেত্রকার ডায়াল। তাছাড়া এটি ১.৮৩ ইঞ্চি কার্ভড ডিসপ্লের সাথে এসেছে। এমনকি ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচারের সাথে রয়েছে একাধিক উন্নততর বৈশিষ্ট্য। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Dazzle Plus স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Dazzle Plus স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফায়ারবোল্ট ড্যাজল প্লাস স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ১,৫৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজনে ব্ল্যাক, ব্লু, গোল্ড, সিলভার এবং ব্ল্যাক গোল্ড কালার অপশনের সাথে বিক্রি হচ্ছে নতুন এই ঘড়িটি।

Fire-Boltt Dazzle Plus স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

আগেই বলেছি, নবাগত ফায়ারবোল্ট ড্যাজল প্লাস স্মার্টওয়াচটি ১.৮৩ ইঞ্চি কার্ভড বর্গাকার ডিসপ্লের সাথে এসেছে। এতে রয়েছে ৬০টি স্পোর্টস মোড। যদিও এখনও সংস্থাটি এর স্পোর্টস মোডগুলি সম্পর্কে বিস্তারিতভাবে কিছুই জানায়নি। তাছাড়া ঘড়িটিতে একাধিক হেলথ ফিচার উপলব্ধ। এর মধ্যে থাকছে SPo2 মনিটর, হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার ইত্যাদি। তদুপরি স্মার্টওয়াচটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, এলার্ম, টাইমার ইত্যাদি। এমনকি ঘড়িটির স্মার্ট অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ব্যবহারকারী ওয়েদার আপডেট, সিডেন্টারি রিমাইন্ডার এবং ওয়াটার রিমাইন্ডারের সুবিধা পাবেন।

অন্যদিকে একবার চার্জে Fire-Boltt Dazzle Plus স্মার্টওয়াচ ৫ থেকে ৮ দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সক্রিয় থাকবে। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটি IP68 রেটিংসহ এসেছে। তাই অনায়াসেই সাঁতার কিংবা স্নান করার সময় এটি ব্যবহারযোগ্য।