বাজারে এল স্মার্টওয়াচের রাজা Fire-Boltt King, দাম সাধ্যের মধ্যে

ভারতীয় বাজারে Fire-Boltt King স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ২,৯৯৯ টাকা

ভারতে আত্মপ্রকাশ করল Fire-Boltt-এর নতুন স্মার্টওয়াচ, যার নাম Fire-Boltt King। ৩০০০ টাকারও কম দামে আসা নতুন এই ঘড়িতে রয়েছে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। সেই সঙ্গে পাওয়া যাবে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। আবার একবার চার্জে ঘড়িটি সাত দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt King স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt King -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Fire-Boltt King স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ২,৯৯৯ টাকা। এটি তিনটি কালারে এসেছে – গোল্ড, ব্লু, ব্ল্যাক এবং সিলভার। আবার লভ্যতার কথা বললে, সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Fire-Boltt King -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Fire-Boltt King স্মার্টওয়াচ বর্গাকার ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ৩৬০x ৪৪৮ পিক্সেল রেজোলিউশন ও ৫৫০ নিট উজ্জ্বলতা অফার করবে। আবার এতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে মোড। সেই সঙ্গে এর ডান ধারে একটি ফিজিক্যাল বাটন উপস্থিত। আবার ঘড়িটিতে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে মেটাল বডি এবং ম্যাগনেটিক স্টিল মেস স্ট্র্যাপ।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং মেনস্ট্রুয়াল সাইকেল মনিটর উপলব্ধ। সেই সঙ্গে থাকছে সিডেন্টারি এবং হাইড্রেশন রিমাইন্ডার। আবার ওয়্যারেবলটিতে মিলবে ১০০ টি স্পোর্টস মোডের সুবিধা।

তবে ঘড়িটির উল্লেখযোগ্য ফিচার হলো ব্লুটুথ কলিং। এর জন্য টাইম পিসটিতে স্পিকার এবং মাইক্রোফোন উপস্থিত। তদুপরি স্মার্টওয়াচটির অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরা কন্ট্রোল, ক্যালকুলেটর, ওয়েদার অ্যালার্ট ইত্যাদি।

এবার আসা যাক Fire-Boltt King স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জলের ছিটে এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।