ব্লুটুথ কলিংয়ের সাথে বাজারে এল Fire Boltt Rocket স্মার্টওয়াচ, দাম মাত্র ২৪৯৯ টাকা

সম্প্রতি দেশীয় সংস্থা Fire Boltt অ্যাপল ওয়াচ আল্ট্রা-র মতো একটি স্মার্টওয়াচ লঞ্চ করেছে, যার নাম Gladiator। এবার Fire Boltt নিয়ে আসলো তাদের নতুন আরো একটি স্মার্টওয়াচ। যেটি Fire Boltt Rocket নামে বাজারে এসেছে। ৩০০০ টাকারও কম দামের এই ঘড়িটি বাজার চলতি অন্যান্য সাশ্রয়ী মূল্যের স্মার্টওয়াচের সাথে পাল্লা দেবে। এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার সহ একাধিক হেলথ মনিটর ও স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire Boltt Rocket স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire Boltt Rocket স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফায়ার বোল্ট রকেট স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। ব্ল্যাক, সিলভার গ্রে, চ্যাম্পিয়ন গোল্ড এবং গোল্ড পিংক, এই চারটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন এই ঘড়িটি। তাই আগ্রহী ক্রেতারা সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারবেন নতুন এই স্মার্টওয়াচ।

Fire Boltt Rocket স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন

ফায়ার বোল্ট রকেট স্মার্টওয়াচ গোলাকার ডায়াল এবং এইচডি ডিসপ্লের সাথে এসেছে, যার স্ক্রিনের পরিমাপ ১.৩ ইঞ্চি। তাছাড়া এর ডান ধারে রয়েছে একটি বাটন। শুধু তাই নয়, ঘড়িটিতে একাধিক ওয়াচফেস উপলব্ধ।

অন্যদিকে, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য ঘড়িটিতে থাকছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং ফিমেল সাইকেল মনিটর। সেই সঙ্গে এতে ১০০টি স্পোর্টস মোড সাপোর্ট করবে। এছাড়া ওয়্যারেবলটিতে রয়েছে স্টেপ কাউন্টার, ডিসটেন্স ট্র্যাকার এবং ক্যালরি পরিমাপ করার ক্ষমতা।

তবে Fire Boltt Rocket স্মার্টওয়াচের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। তাই অনায়াসেই হাতের ঘড়ি থেকে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে ফোন কল করা এবং ফোন কল ধরা যাবে। এর জন্য ঘড়িটিতে ইনবিল্ট স্পিকার ও মাইক্রোফোন বর্তমান। আবার এটি গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। সর্বপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটি IP67 রেটিং প্রাপ্ত।