Categories: Smartwatch

দাম শুরু মাত্র ১২৯৯ টাকা থেকে, বাজারে এল Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, ও Fire-Boltt Ninja-Fit স্মার্টওয়াচ

ভারতের জনপ্রিয় স্মার্টওয়াচ ব্র্যান্ড Fire-Boltt লঞ্চ হল তাদের নতুন তিনটি স্মার্টওয়াচ। এগুলি হল Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, এবং Fire-Boltt Ninja-Fit। স্টাইলিশ ডিজাইন এবং আকর্ষণীয় ফিচারের নতুন এই তিনটি স্মার্টওয়াচ সাশ্রয়ী মূল্যে এসেছে। উল্লেখ্য, তিনটি স্মার্টওয়াচেই থাকছে স্মার্ট নোটিফিকেশন, ওয়েদার আপডেট, ক্যামেরা কন্ট্রোল এবং মিউজিক কন্ট্রোলের মতো আকর্ষণীয় ফিচার। সেই সঙ্গে এগুলিতে SpO2 সেন্সর, হার্ট রেট ট্র্যাকার এবং স্লিপ মনিটর উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, এবং Fire-Boltt Ninja-Fit স্মার্টওয়াচগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, এবং Fire-Boltt Ninja-Fit এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফায়ার বোল্ট স্যাটার্ন, ফায়ার বোল্ট টক ৩ এবং নিনজা ফিট স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৩,৯৯৯ টাকা, ২,১৯৯ টাকা এবং ১,২৯৯ টাকা। দেশের ৭৫০টিরও বেশি শহরের জনপ্রিয় আউটলেট এবং ই -কমার্স সাইট ক্রোমা, রিলায়েন্স বিজয় সেলস থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্টওয়াচগুলি।

Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, এবং Fire-Boltt Ninja-Fit এর স্পেসিফিকেশন ও ফিচার

ফায়ার বোল্ট স্যাটার্ন স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিং ফিচারের সাথে এসেছে। এতে দেওয়া হয়েছে ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে বর্গক্ষেত্রাকার ডায়াল, যার রেজোলিউশন ৩৬৮x৪৪৮ পিক্সেল। তাছাড়া এর অপেক্ষাকৃত বড় স্ক্রিন টাইমপাসটিকে একটি আকর্ষণীয় লুক প্রদান করে। পাশাপাশি এর বিল্ট-ইন মাইক এবং স্পিকার কলিং এক্সপেরিয়েন্সকে আরো উন্নত করে তোলে। শুধু তাই নয়, ওয়্যারেবলটিতে রয়েছে ডায়াল প্যাড, কল হিস্ট্রি এবং সিঙ্ক কন্টাক্ট। উপরন্তু ঘড়িটি ১১০টি স্পোর্টস মোড সাপোর্ট সহ এসেছে। এর সাথে এতে রয়েছে গেম এবং ক্যালকুলেটর। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং। এখানে জানিয়ে রাখি, ব্ল্যাক, ব্লু, পিঙ্ক, গ্রে , সিলভার এবং গোল্ড ব্ল্যাক এই ছটি কালারঅপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের Fire-Boltt Saturn স্মার্টওয়াচটি ।

এবার আলোচনা করা যাক বাজেট রেঞ্জের ফায়ার বোল্ট টক ৩ স্মার্টওয়াচ প্রসঙ্গে। এটিও ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট সহ এসেছে। তাছাড়া এতে দেওয়া হয়েছে ১.২৮ ইঞ্চি এইচডি ফুল টাচ ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০x২৪০ পিক্সেল। তদুপরি হালকা ওজনের মেটাল টেক্সচারের ও গোলাকার ডায়ালের এই ঘড়িটিতে রয়েছে একটি এলিগ্যান্ট লুক। শুধু তাই নয়, ওয়্যারেবলটিতে একাধিক ওয়াচফেস সাপোর্ট করবে। শুধু তাই নয়, Fire-Boltt Talk 3 স্মার্টওয়াচে রয়েছে ১২৩টি স্পোর্টস মোড। এমনকি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে রয়েছে ওয়ান IP67 রেটিং। সর্বোপরি, ঘড়িটিতে পাওয়া যাবে ব্ল্যাক, ব্লু, গ্রিন, সিলভার এবং পিংক এই কালার অপশনগুলি।

ফায়ার বোল্ট নিনজা ফিট স্মার্টওয়াচটি ফিটনেসপ্রেমীদের উদ্দেশ্যে তৈরি। কারণ এতে রয়েছে ১২৩টি স্পোর্টস মোড। তাছাড়া ঘড়িটিতে দেওয়া হয়েছে ১.৬৯ ইঞ্চি ফুল টাচ এইচডি ডিসপ্লে। সেই সঙ্গে ওয়্যারেবলটি একাধিক ওয়াচফেস সাপোর্ট করবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য Fire-Boltt Ninja-Fit স্মার্টওয়াচ IP68 রেটিং প্রাপ্ত । উল্লেখ্য, ব্ল্যাক, ব্লু, সিলভার, পিঙ্ক, রেড এবং গ্রিন এই কালার অপশনগুলি পাওয়া যাবে ঘড়িটিতে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

7 hours ago