কেবল Pro নয়, iPhone 15 সিরিজের সমস্ত মডেলে দেখা যাবে ডায়নামিক আইল্যান্ড

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জনপ্রিয় প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple) চলতি মাসের শুরুতেই বিশ্ববাজারে লঞ্চ করেছে তাদের লেটেস্ট iPhone 14 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি৷ এই লাইনআপের অধীনে আত্মপ্রকাশ করেছে চারটি মডেল – iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। বর্তমান প্রজন্মের স্মার্টফোন লাইনআপটি বেশ কিছু আপগ্রেডের পাশাপাশি একটি নতুন ডিসপ্লে ডিজাইনও অফার করে। অ্যাপলের এই সিরিজের অন্যতম হাইলাইট হল এর নতুন ডায়নামিক আইল্যান্ড, যা প্রো মডেলগুলির স্ক্রিনের ওপরে অবস্থিত আগের বক্সি নচকে প্রতিস্থাপন করেছে। যদিও, এই ডাইনামিক আইল্যান্ড ফিচারটি শুধুমাত্র iPhone 14 Pro এবং 14 Pro Max মডেলগুলির মধ্যেই সীমাবদ্ধ। তবে এখন দাবি করা হচ্ছে যে, আগামী বছরের আইফোন সিরিজের সবকটি মডেলই ডায়নামিক আইল্যান্ড ফিচারের সাথে আসবে।

iPhone 15 সিরিজের Pro মডেলের পাশাপাশি রেগুলার মডেলেও দেখা মিলবে ডায়নামিক আইল্যান্ডের

সম্প্রতি ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালটেন্টস (Display Supply Chain Consultants)-এর সিইও রস ইয়াং বলেছেন যে, তিনি আশা করেন ডায়নামিক আইল্যান্ড বৈশিষ্ট্যটি আগামী বছর আইফোন ১৫ সিরিজের প্রো মডেলগুলির পাশাপাশি, স্ট্যান্ডার্ড মডেলগুলিতেও উপলব্ধ হবে। এছাড়াও রস জানিয়েছেন যে, তিনি এখনও নিয়মিত মডেলগুলিতে লো-টেম্পারেচার পলি ক্রিস্টালাইন অক্সাইড (LTPO) ডিসপ্লে থাকবে বলে আশা করছেন না৷

প্রসঙ্গত, যদি রস ইয়াংয়ের এই রিপোর্টটি সত্যি প্রমাণিত হয়, তাহলে স্ট্যান্ডার্ড অ্যাপল আইফোন ১৫-এ ডাইনামিক আইল্যান্ড ফিচারটি সাপোর্ট করলেও, প্রোমোশন (ProMotion) ডিসপ্লে এবং অলওয়েজ-অন (Always-on) ডিসপ্লে অপশনের জন্য সাপোর্ট মিলবে না, সেগুলি পরবর্তী প্রজন্মের ক্ষেত্রেও, শুধুমাত্র প্রো মডেলগুলিতেই সীমাবদ্ধ থাকবে।

জানিয়ে রাখি, ডায়নামিক আইল্যান্ড হল iPhone 14 Pro মডেলগুলির ডিসপ্লের ওপরে অবস্থিত ফেস আইডি সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরার চারপাশে পিল-আকৃতির কাটআউট এরিয়া। এটি একটি ইন্টারেক্টিভ এরিয়া যা ইনকামিং ফোন কলের মতো সিস্টেম অ্যালার্ট প্রদর্শন করতে পারে এবং এটি আইওএস ১৬.১ (iOS 16.1) আপডেটের পর, থার্ড পার্টি অ্যাপের লাইভ অ্যাক্টিভিটিগুলির সাথেও কাজ করবে।

উল্লেখ্য, বহু ব্যবহারকারীই আইফোন মডেলগুলি খুব পুরানো না হলে আপগ্রেড করতে চান না, তবে নতুন ফিচারটি পূর্ববর্তী প্রজন্মের আইফোন ব্যবহারকারীদের নতুন প্রো মডেলগুলি কেনার ক্ষেত্রে যথেষ্ট প্রলুব্ধ করছে। এটি নতুন প্রজন্মের আইফোনগুলির বিক্রির ক্ষেত্রে ইতিবাচক ফলাফল প্রদর্শন করবে বলে মনে করা হচ্ছে।