ব্লুটুথ কলিং সহ দেশীয় ব্র্যান্ড Fire-Boltt আনল ফাটাফাটি দুটি স্মার্টওয়াচ

আজ ভারতে লঞ্চ হয়েছে Fire-Boltt Stardust এবং Fire-Boltt Dagger স্মার্টওয়াচ

সম্প্রতি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে স্মার্টওয়াচ প্রস্তুতকারী দেশীয় সংস্থা Fire-Boltt-এর নতুন দুটি স্মার্টওয়াচ Cobra এবং Talk Ultra। আজ আবার সংস্থাটি নিয়ে আসলো তাদের আরো নতুন দুটি স্মার্টওয়াচ। এগুলি হল Fire-Boltt Stardust এবং Fire-Boltt Dagger। উভয় স্মার্টওয়াচেই ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। তাছাড়া ঘড়ি দুটিতে রয়েছে একাধিক হেল্থ ফিচার এবং স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Dagger এবং Stardust এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Dagger এবং Fire-Boltt Stardust এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফায়ারবোল্ট ড্যাগার স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। গ্রে, ব্ল্যাক এবং গ্রিন কালার অপশনে উপলব্ধ নতুন এই ঘড়িটি। আবার ফায়ারবোল্ট স্টারডাস্ট স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ২,৪৯৯ টাকা। এটি পাওয়া যাবে গ্রে, ব্ল্যাক এবং পিঙ্ক কালার অপশনে। এর মধ্যে ফায়ারবোল্ট ড্যাগার স্মার্টওয়াচটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া গেলেও ফায়ারবোল্ট স্টারডাস্ট স্মার্টওয়াচটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে উপলব্ধ।

Fire-Boltt Dagger এবং Stardust এর ফিচার ও স্পেসিফিকেশন

নবাগত ফায়ারবোল্ট ড্যাগার স্মার্টওয়াচটি গোলাকৃতির ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এর ডিসপ্লে ৪৬৬x৪৬৬ পিক্সেল রেজোলিউশন অফার করবে। আবার ঘড়িটিতে প্রিমিয়াম এবং স্টাইলিশ লুক দেওয়ার জন্য থাকছে মেটালের ফ্রেম।

অন্যদিকে, ফায়ারবোল্ট স্টারডাস্ট স্মার্টওয়াচটি অ্যাপল ওয়াচের মতো দেখতে। এতে দেওয়া হয়েছে বর্গাকার ১.৯৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৩২০x৩৮৫ পিক্সেল। তবে ডিসপ্লের আকার বড় হলেও ঘড়িটি একেবারেই হালকা ওজনে এসেছে। তাই সারাদিন পরে থাকলেও ব্যবহারকারীর কোনো অসুবিধা হবে না।

পাশাপাশি ফায়ারবোল্টের নতুন এই দুটি স্মার্টওয়াচেই রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এর জন্য ঘড়ি দুটিতে ইনবিল্ট মাইক্রোফোন ও স্পিকার উপলব্ধ। তাই হাতের ঘড়ি থেকেই ব্যবহারকারী খুব সহজেই ফোন কল ধরতে এবং করতে পারবেন। তাছাড়া রয়েছে কুইক ডায়াল প্যাড, কল হিস্ট্রি এবং সিঙ্ক কন্টাক্ট। তদুপরি ফায়ারবোল্ট ড্যাগার এবং স্টারডাস্ট উভয় স্মার্টওয়াচে ১০০টি ফিটনেস মোড উপলব্ধ। এগুলির মধ্যে থাকছে রানিং, সাইক্লিং, সুইমিং, ওয়াকিং ইত্যাদি। আবার হেলথ ফিচার হিসাবে ঘড়িগুলিতে রয়েছে স্লিপ ট্র্যাকার, SpO2 সেন্সর, হার্ট রেট মনিটর ইত্যাদি।

তবে এখানেই শেষ নয়, Fire-Boltt Stardust এবং Dagger দুটি স্মার্টওয়াচেই স্মার্ট নোটিফিকেশন সাপোর্ট করবে এবং সেই সঙ্গে ঘড়ি দুটিতেই থাকছে ইনবিল্ট গেম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ওয়্যারেবল দুটি IP68 রেটিং সহ এসেছে।