স্লিম লুকের Fitbit Sense 2, Versa 4, Inspire 3 স্মার্টওয়াচ লঞ্চ হল, দাম জেনে নিন

আমেরিকান কনজিউমার ইলেকট্রনিক্স এবং ফিটনেস ব্যান্ড Fitbit, তাদের ফল লাইনআপের অধীনে তিনটি নতুন স্মার্টওয়াচের ওপর থেকে পর্দা সরালো। এগুলি হল Sense 2, Versa 4 এবং Inspire 3। এখানে জানিয়ে রাখি, সম্প্রতি টেক জায়ান্ট গুগলের মালিকাধীন হয়েছে ফিটবিট সংস্থাটি। গুগলের তরফে জানানো হয়েছে এই ডিভাইসগুলি শুধুমাত্র স্লিম লুক বহন করে তাই নয়, স্মার্টওয়াচগুলি ব্যবহারকারীকে স্বাচ্ছন্দ প্রদান করবে। সেই সাথে ঘড়িগুলি শক্তিশালী ব্যাটারি লাইফ অফার করায় সারা দিন-রাত অনায়াসে পরে থাকা যাবে। চলুন দেখে নেওয়া যাক Fitbit Sense 2, Versa 4 এবং Inspire 3 নতুন তিনটি স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fitbit Sense 2, Versa 4 এবং Inspire 3 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

যুক্তরাষ্ট্রীয় বাজারে ফিটবিট সেন্স ২ এবং ইন্সপায়ার ৩ স্মার্টওয়াচ দুটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ২৯৯.৯৫ ডলার (প্রায় ২৩,৯০০ টাকা) এবং ৯৯.৯৫ ডলার ( প্রায় ৭,৯০০ টাকা)। পাশাপাশি ভার্সা ৪ স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ২২৯.৯৫ ডলার (প্রায় ১৮,৩০০ টাকা)। এই তিনটি মডেলের সাথে ফিটবিট প্রিমিয়ামের (Fitbit Premium) ছ’মাসের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে ফল সিরিজের মধ্যে ফিটবিট সেন্স ২ এবং ভার্সা ৪ এই দুটি স্মার্টওয়াচ ভারতসহ বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে।

Fitbit Sense 2, Versa 4 এবং Inspire 3 স্মার্টওয়াচের ফিচার

ফিটবিট সংস্থার নবাগত তিনটি স্মার্টওয়াচই রেস্টিং হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশন, স্লিপ ট্রেন্ড এবং স্ট্রেস লেভেল পরিমাপ করতে সক্ষম। এর মধ্যে ইন্সপায়ার ৩ মডেলটি উজ্জ্বল কালার ডিসপ্লের সাথে এসেছে এবং একবার চার্জে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। আবার ভার্সা ৪ স্মার্টওয়াচটিতে রয়েছে ৪০টি এক্সারসাইজ মোড, রিয়েল টাইম স্ট্যাটস, বিল্ট-ইন জিপিএস এবং অ্যাক্টিভ জোন মিনিটস। সেইসঙ্গে ঘড়িটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ব্যবহারকারীর প্রতিদিনের অ্যাক্টিভিটি সম্পূর্ণ করার জন্য এটি ডেইলি রেডিনেস স্কোর (Daily Readiness Score) জানান দেবে। সেক্ষেত্রে একবার চার্জে ঘড়িটি ৬ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে।

অন্যদিকে, সেন্স ২ স্মার্টওয়াচটি একবার চার্জে ৬ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। তাছাড়া এতে রয়েছে ইসিজি অ্যাপ এবং টিপিজি অ্যালগরিদম, যা ব্যবহারকারীর স্ট্রেস এবং হার্ট রেট নিরীক্ষণ করতে সাহায্য করে। উপরন্তু থাকছে হার্ট রেট ও স্কিন টেম্পারেচার সেন্সর। শুধু তাই নয়, সারাদিনের স্ট্রেস লেভেল নিয়ন্ত্রণ করার জন্য এতে ফিটবিট -এর নতুন বডি রেসপন্স (Body Response) সেন্সর উপলব্ধ।