সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাবে, Fitshot Flair স্মার্টওয়াচ ২ হাজার টাকার কমে লঞ্চ হল

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল মহিলা কেন্দ্রিক Fitshot Flair স্মার্টওয়াচ। নতুন এই ঘড়িটিতে রয়েছে ১.৪৩ ইঞ্চি ডিসপ্লে এবং ১০ দিনের ব্যাটারি লাইফ। সাথে থাকছে ইউভি লাইট ডিটেকশন টেকনোলজি। চলুন নতুন Fitshot Flair স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনে নজর দেওয়া যাক।

Fitshot Flair স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফিটশট ফ্লেয়ার স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ১,৯৯৯ টাকা। সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি। ক্রেতারা, পিংক, ব্লু এবং গ্রীন, এই তিনটি কালার অপশনের মধ্যে থেকে বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি।

Fitshot Flair স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ফিটশট ফ্লেয়ার স্মার্টওয়াচের প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হবে প্রিমিয়াম মেটালের তৈরি এই স্মার্টওয়াচে দেওয়া হয়েছে আইপিএস এলসিডি স্ক্রিন, যা ৪৫০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। এর সাথে ঘড়িটিতে ৬০টির বেশি ওয়াচফেস ব্যবহারের সুযোগ পাবেন ইউজার। এমনকি দিনের আলোতেও ঘড়িটির স্ক্রিন স্পষ্টভাবে দৃশ্যমান। তদুপরি হালকা ওজনের এই স্মার্টওয়াচ দীর্ঘক্ষণ পরে থাকার জন্য উপযুক্ত।

এছাড়া আগেই বলেছি, মহিলাদের লক্ষ্য করে তৈরি হয়েছে ফিটশট প্লেয়ার স্মার্টওয়াচটি। তাই এর ডিজাইনেও রয়েছে আলাদা সৌন্দর্য। তবে শুধু ডিজাইনগত দিক থেকেই নয়, মহিলাদের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য ঘড়িটিতে রয়েছে একাধিক ওয়েলনেস ট্র্যাকার এবং স্পোর্টস মোড। এর মধ্যে উল্লেখযোগ্য মেনস্ট্রুয়েশন ট্র্যাকার। তাছাড়া রয়েছে ওয়াকিং, ডান্সিং, বিভিন্ন টাস্কিং অ্যাক্টিভিটি ইত্যাদি। এর সাথে ব্লাড অক্সিজেন মনিটর, হার্ট রেট সেন্সর, বডি টেম্পারেচার সেন্সর উপলব্ধ।

অন্যদিকে ওয়্যারেবলটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ইউভি সেন্সর, যা সূর্যের আল্ট্রাভায়োলেট রে নিরীক্ষণ করে ব্যবহারকারীকে সতর্ক করতে পারবে। এমনকি সেই অনুযায়ী ব্যবহারকারীকে টুপি, সানগ্লাস কিংবা সানস্ক্রিন ব্যবহারের পরামর্শও দেবে।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য Fitshot Flair স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এখানেই শেষ নয়। ঘড়িটিতে থাকছে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি, সিডেন্টারি রিমাইন্ডার, স্মার্ট নোটিফিকেশন ইত্যাদি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং সহ এসেছে।