FitShot Saturn: অসাধারণ ডিজাইন ও ব্লুটুথ কলিং সহ সস্তায় বাজারে এল নতুন স্মার্টওয়াচ

FitShot Saturn স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা

ভারতীয় কনজিউমার ইলেকট্রনিক ব্যান্ড FitShot লঞ্চ করলো সাশ্রয়ী মূল্যের একটি নতুন স্মার্টওয়াচ, যার নাম FitShot Saturn স্মার্টওয়াচ। তবে বাজেট রেঞ্জে আসলেও এতে রয়েছে ব্লুটুথ কলিং, এইচডি ডিসপ্লে এবং দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন FitShot Saturn স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

FitShot Saturn স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফিটশট স্যাটার্ন স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। যদিও বর্তমানে এটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ১,৯৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ব্ল্যাক, গ্রিন, স্কাই ব্লু এবং ব্রাউন কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি।

FitShot Saturn স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ফিটশট স্যাটার্ন স্মার্টওয়াচটি ১.৩২ ইঞ্চি গোলাকৃতি ডায়ালের সাথে এসেছে, যা ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং ৩৬০x৩৬০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। তাছাড়া ওয়্যারেবলটিতে দেওয়া হয়েছে সিলিকন স্ট্র্যাপের সাথে একটি প্রিমিয়াম মেটালিক ডিজাইন। শুধু তাই নয়, ঘড়িটিতে পাওয়া যাবে ১০০টিরও বেশি ওয়াচফেস।

অন্যদিকে, আধুনিক যুগের টাইমপিসটি স্মার্টফোনের সাথে যুক্ত থাকলে ইনকামিং কল, এসএমএস এবং নোটিফিকেশনের জানান দেবে। সঙ্গে হাতের ঘড়ি থেকেই ব্যবহারকারী ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। তদুপরি হেলথ ফিচার হিসাবে ঘড়িটিতে SpO2 মনিটর, হার্ট রেট মনিটর, ক্যালোরি, স্ট্রেস এবং স্টেপ ট্র্যাকার উপলব্ধ। পাশাপাশি স্মার্টওয়াচটি ১০০টি স্পোর্টস মোড সাপোর্ট সহ এসেছে। এর মধ্যে রয়েছে স্টেশনারী বাইক, রোয়িং মেশিন, সাইক্লিং, রানিং, স্কিপিং ইত্যাদি।

তবে FitShot Saturn স্মার্টওয়াচের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ব্লুটুথ কলিং। আবার এতে নতুন সোলোসিঙ্ক টেকনোলজি থাকায় কম ব্যাটারি খরচ করে ব্লুটুথ কলিং ফিচার উপভোগ করতে পারবেন ইউজার। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি ব্লুটুথ ভি৫ কানেক্টিভিটি যুক্ত এই স্মার্টওয়াচটি জল এবং ধুলো থেকে সুরক্ষার দেওয়ার জন্য IP68 রেটিংপ্রাপ্ত।