জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না, Garmin Venu Sq 2 স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল

গত মাসে বিশ্ববাজারে আত্মপ্রকাশের পর বৃহস্পতিবার ভারতে এল Garmin Venu Sq 2 সিরিজের স্মার্টওয়াচ। সংস্থার নতুন এই লাইন আপে রয়েছে রেগুলার এডিশন এবং মিউজিক এডিশন। যদিও দুটি ভার্সনের স্মার্টওয়াচ একই বৈশিষ্ট্যপূর্ণ। তবে দ্বিতীয়টি অফলাইন মিউজিক প্লে ব্যাক অফার করতে সক্ষম। প্রসঙ্গত, নতুন Garmin Venu Sq 2 সিরিজটি মিডিয়াম রেঞ্জে এসেছে, এটি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫, অ্যাপেল ওয়াচ এসই ২ ইত্যাদি স্মার্টওয়াচের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Garmin Venu Sq 2 সিরিজের স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Garmin Venu Sq 2 সিরিজের স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে গার্মিন ভেনু এসকিউ ২ স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২৭,৯৯০ টাকা। এটি শ্যাডো গ্রে এবং কুল মিন্ট কালারে উপলব্ধ। পাশাপাশি এসকিউ ২ মিউজিক এডিশনের দাম রাখা হয়েছে ৩৩,৪৯০ টাকা, যা ব্ল্যাক, আইভরি এবং ফ্রেঞ্চ গ্রে কালারে পাওয়া যাবে। আগামী ২৮ অক্টোবর থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইট, হেলিও ওয়াচ স্টোর, স্টোর just-in-time ক্রমা জাস্ট ইন টাইম, ক্রোমা এবং দেশের জনপ্রিয় অনলাইন স্টোরগুলি থেকে কিনতে পাওয়া যাবে নতুন সিরিজের ঘড়িটি।

Garmin Venu Sq 2 সিরিজের স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত গার্মিন ভেনু এসকিউ ২ এবং ভেনু এসকিউ ২ মিউজিক এডিশনের স্মার্টওয়াচ দুটি বর্গক্ষেত্রাকার ডায়ালের সাথে এসেছে এবং এদের ডান পাশে ফিজিক্যাল বটন উপস্থিত। তাছাড়া এগুলিতে ব্যবহৃত হয়েছে ১.৪১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ৩২০x৩৬০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। তাছাড়া এদের স্ক্রিনকে যেকোনো ধরনের স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত আঘাত থেকে সুরক্ষিত রাখার জন্য ফাইবার রেনফোর্স পলিমিটার কেস এবং গরিলা গ্লাসের আচ্ছাদন রয়েছে।

অন্যদিকে, ঘড়িগুলির হেলথ ফিচার এবং ফিটনেস মোড প্রসঙ্গে বলতে গেলে, এগুলিতে রয়েছে হার্ট রেট মনিটর, SPo2 সেনসর, অল ডে স্ট্রেস, স্লিপ ,মেনস্ট্রুয়াল সাইকেল এবং ব্যাটারি এনার্জি মিটার। তদুপরি স্মার্টওয়াচ দুটিতে ২৫টি ইনবিল্ট ইনডোর এবং আউটডোর স্পোর্টস মোড উপলব্ধ। তাছাড়া ব্যবহারকারী চাইলে তাদের পছন্দমত ওয়ার্কআউট মোড তৈরি করতে পারবেন। শুধু তাই নয়, এগুলিতে রয়েছে বিল্ট-ইন জিপিএস এবং কন্টাক্ট লেন্স পেমেন্টের জন্য গার্মিন পে।

এছাড়া নতুন সিরিজের স্মার্টওয়াচ দুটিতে সেফটি এবং ট্র্যাকিং ফিচার উপলব্ধ। যার মাধ্যমে যেকোনো আপদকালীন সময় ব্যবহারকারী মেসেজ পাঠিয়ে তার লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। তাছাড়া এগুলিতে থাকছে ইমেইল, টেক্সট এবং অন্যান্য অ্যাপের সুবিধা। তদুপরি নতুন এই ওয়্যারেবলে ইনবিল্ট ওয়াইফাই ও ৫০০টি গান মজুত করার মত স্টোরেজ বর্তমান।

এবার আসা যাক Garmin Venu Sq 2 সিরিজের স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িগুলি ১২ দিন পর্যন্ত স্মার্টওয়াচ মোডে ব্যাটারি লাইফ অফার করার পাশাপাশি জিপিএস/ জিএনএসএস মোডে ২৬ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জলের ৫ মিটার গভীর পর্যন্ত ঘড়ি দুটি সুরক্ষিত থাকবে।