Gizmore Cloud: মাত্র 1199 টাকায় ব্লুটুথ কলিং Smartwatch বাজারে এল, কদিন পরেই দাম বাড়বে

ভারতীয় বাজারে Gizmore Cloud স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৬৯৯ টাকা। তবে এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১,১৯৯ টাকা।

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল স্মার্ট ওয়্যারেবল প্রস্তুতকারী সংস্থা Gizmore এর নতুন Cloud স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিং ফিচারযুক্ত এই ঘড়িতে রয়েছে একাধিক হেল্থ মোড। আর এতে অ্যালেক্সা এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে ঘড়িটির ব্যাটারি ৭ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Gizmore Cloud স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Gizmore Cloud এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে গিজমোর ক্লাউড স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৬৯৯ টাকা। তবে এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১,১৯৯ টাকা। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Gizmore Cloud এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত গিজমোর ক্লাউড স্মার্টওয়াচটি ১.৮৫ ইঞ্চি এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। তাছাড়া এর ডিসপ্লের চারদিকে রয়েছে মেটালের কেসিং। শুধু তাই নয়! ডিসপ্লের ডান ধারে একটি রোটেটিং ক্রাউন বর্তমান এবং এটি স্প্লিট স্ক্রিন সাপোর্ট করবে। তদুপরি ঘড়িটিতে হেলথ ফিচার হিসেবে থাকছে হার্ট রেট ট্র্যাকার, SpO2 মনিটর, স্লিপ ট্র্যাকার ইত্যাদি।

অন্যদিকে, নয়া স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার উপলব্ধ। তাই হাতের ঘড়ি থেকে ব্যবহারকারী সহজেই কল করতে ও ধরতে পারবেন। সাথে রয়েছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। ফলে ভয়েস কম্যান্ডের মাধ্যমেও ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সংস্থার মতে, একবার চার্জে Gizmore Cloud স্মার্টওয়াচের ব্যাটারি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP67 রেটিং সহ এসেছে ।