আজ কিনলে ২০০ টাকা ছাড়, খুব সস্তায় ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ লঞ্চ করল Gizmore

ভারতের আত্মপ্রকাশ করল Gizmore -এর নতুন GizFit PLASMA স্মার্টওয়াচ। এতে রয়েছে ১.৯ ইঞ্চি ব্রাইট স্ক্রিন ডিসপ্লে, ইনবিল্ট জিপিএস, মাল্টি ফাংশনাল ক্রাউন এবং কুইক ব্যান্ড চারজিং টেকনোলজি। চলুন দেখে নেওয়া যাক নতুন Gizmore GizFit PLASMA স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Gizmore GizFit PLASMA এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে গিজমোর গিজফিট প্লাজমা স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে এটি প্রারম্ভিক অফারে ১,৭৯৯ টাকায় পাওয়া যাবে। ইতিমধ্যেই স্মার্টওয়াচটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

Gizmore GizFit PLASMA স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত গিজমোর গিজফিট প্লাজমা ১.৯ ইঞ্চি আল্ট্রা ২.৫ডি ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০x২৮০ পিক্সেল এবং এটি সর্বোচ্চ ৫৫০ নিট উজ্জ্বলতা অফার করবে। ফলে সূর্যের আলোতেও এই ডিসপ্লেটি স্পষ্টভাবে দৃশ্যমান। তাছাড়া এর ডান ধারে রয়েছে একটি রোটেটিং ক্রাউন বাটন, যার মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি ঘড়িটি প্রিমিয়াম নরম সিলিকন স্ট্রাপের সাথে প্রিমিয়াম কেসিং সহ এসেছে। উল্লেখ্য, গিজমোর এআই বেস হেলথ ট্রাকিং সলিউশন ট্রেস কেয়ার (Tres Care) -এর সাথে গাঁটছড়া বাধায় রিয়েল টাইম হেলথ মনিটরিং সুবিধা পাওয়া সম্ভব। আবার ইউজার চাইলে তার অ্যাকাউন্ট এবং তার সঙ্গে সম্পর্কিত যে কোনও ডেটা এই অ্যাপ থেকে মুছে দিতে পারবেন।

অন্যদিকে, গিজফিট প্লাজমা স্মার্টওয়াচে ফিটনেস প্রেমীদের জন্য রয়েছে জিপিএস ট্র্যাজেক্টরি ডিসপ্লে, যা অ্যাপের মাধ্যমে সরাসরি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা যাবে। উপরন্তু ঘড়িটি একাধিক স্পোর্টস মোড সাপোর্ট করবে। এর মধ্যে রয়েছে যোগা, সুইমিং, রানিং, আউটডোর ওয়াকিং, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল, সাইক্লিন, হাইকিং, ট্র্যাকিং ইত্যাদি। আবার হেলথ ফিচার হিসাবে এতে ২৪ /৭ হার্ট রেট মনিটর, বডি টেম্পারেচার, SpO2 মনিটর, স্লিপ ট্র্যাকার এবং স্টেপ ট্র্যাকার উপলব্ধ।

তদুপরি Gizmore GizFit PLASMA স্মার্টওয়াচে ইনবিল্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট উপলব্ধ। তাই কেবলমাত্র ভয়েস কমান্ডের মাধ্যমে ওয়্যারেবলটিকে নিয়ন্ত্রণ করা যাবে। উপরন্তু ডিভাইসটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে এবং এটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি সাত দিন পর্যন্ত রান টাইম অফার করতে সক্ষম। সর্বোপরি জল, ধুলো এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটি IP67 রেটিং প্রাপ্ত।