ব্লুটুথ কলিং সহ নতুন Smartwatch বাজারে এল, এখন কিনলে পাবেন ৬০০০ টাকা ছাড়

মোবাইল অ্যাক্সেসরিজ ও স্মার্ট গ্যাজেট প্রস্তুতকারী সংস্থা HapiPola এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন Floral স্মার্টওয়াচ, যা বিশেষ করে মহিলাদের জন্য বানানো হয়েছে। ব্লুটুথ কলিং ফিচারের সাথে আসা নতুন এই স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ১.৩২ ইঞ্চি ডিসপ্লে এবং একাধিক হেলথ ও ফিটনেস ফিচার। সংস্থার মতে, ঘড়িটির হেলথ ফিচারের মধ্যে উল্লেখযোগ্য মেনস্ট্রুয়াল সাইকেল এবং ওয়েল্ডবিং ট্র্যাকার। চলুন দেখে নেওয়া যাক নতুন HapiPola Floral স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

HapiPola Floral স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে হ্যাপিপোলা ফ্লোরাল স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে এটি ৩,৯৯৯ টাকা বিশেষ অফারে পাওয়া যাচ্ছে। ব্ল্যাক, গ্রে এবং প্যাস্টেল পিঙ্ক – এই তিনটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন জনপ্রিয় আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই ঘড়িটি।

HapiPola Floral স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

আগেই বলেছি হ্যাপিপোলা স্মার্টওয়াচটি মহিলাদের উদ্দেশ্যে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তাই এতে রয়েছে প্রেগনেন্সি এবং ওভিউলেশন পিরিয়ড ট্র্যাকার। তার সাথে ব্লাড অক্সিজেন এবং হার্টরেট মনিটর উপলব্ধ।

ঘড়িটির স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে এতে দেওয়া হয়েছে ১.৩২ ইঞ্চি অ্যামোলেড স্ক্রীন, যা দিনের আলোতে স্বচ্ছভাবে দৃশ্যমান। তাছাড়া এর ডিসপ্লেটি গোলাকৃতির এবং এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জ্যস্যপূর্ন। শুধু তাই নয়, ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচারও সাপোর্ট করবে।

অন্যদিকে ঘড়িটি ১০০ টি ওয়াচফেস এবং ১০টি স্পোর্টস মোড অফার করবে। উপরন্তু ঘড়িটিতে থাকছে কলার আইডি এবং রিজেক্ট বাটন। ওয়্যারেবলটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য রিমোট ক্যামেরা শাটার, মিউজিক কন্ট্রোল এবং এলার্ম ক্লক। শুধু তাই নয়, নতুন স্মার্টওয়াচে পিডিওমিটার, ডিসটেন্স ট্র্যাকার, স্লিপ মনিটার এবং ক্যালোরি কাউন্টার উপলব্ধ। সেই সঙ্গে ব্যবহারকারী দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে ঘড়িটি ব্যবহারকারীকে জায়গা থেকে ওঠার জন্য এবং কিছুটা ঘোরাঘুরি করার জন্য রিমাইন্ডার দেবে।

তদুপরি HapiPola Floral একবার চার্জে ৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। সর্বোপরি সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটি IP68 রেটিং সহ এসেছে।