Realme ও OnePlus-র চমক, 24 জিবি র‍্যাম ও 240W ফাস্ট চার্জিং যুক্ত দুর্ধর্ষ ফোনের চর্চা শুরু

আইকো (iQOO) সম্প্রতি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটের সাথে ফ্ল্যাগশিপ iQOO 11S স্মার্টফোনটি লঞ্চ করেছে। সাম্প্রতিক কিছু রিপোর্ট দাবি করেছে যে, এই হ্যান্ডসেটটি Realme GT Neo 6 সিরিজ এবং OnePlus Ace 2 Pro-এর মতো আসন্ন SD8G2-চালিত ফ্ল্যাগশিপের সাথে শীঘ্রই প্রতিযোগিতার সম্মুখীন হবে৷ আর এখন এক জনপ্রিয় টিপস্টার আপকামিং Ace 2 Pro এবং GT Neo 6 সিরিজ সম্পর্কে কিছু আকষর্ণীয় বিবরণ শেয়ার করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল Realme GT Neo 6 সিরিজ এবং OnePlus Ace 2 Pro-এর লঞ্চের টাইমলাইন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার একই ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, রিয়েলমি জিটি নিও ৬ সিরিজ এবং ওয়ানপ্লাস এস ২ প্রো – উভয় মডেলই আগামী অগাস্ট মাসে এক্সক্লুসিভলি চীনা বাজারে আত্মপ্রকাশ করবে। বর্তমানে, এই ডিভাইসগুলি চীনের বাইরের বাজারে পা রাখবে কিনা, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে দুটি স্মার্টফোনেই একই ধরনের স্পেসিফিকেশন থাকবে।

টিপস্টার প্রকাশ করেছে যে, ওয়ানপ্লাস এস ২ প্রো এবং রিয়েলমি জিটি নিও ৬ সিরিজে 1.5K রেজোলিউশন সহ আকর্ষণীয় ওলেড (OLED) প্যানেল থাকবে। ডিভাইসগুলি শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ৩.২ গিগাহার্টজ। রিয়েল এবং ওয়ানপ্লাস-এর এই ফ্ল্যাগশিপগুলি বিশাল ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে। দুটি স্মার্টফোনেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে, যা অত্যাশ্চর্য ফটোগ্রাফি ক্ষমতা নিশ্চিত করবে। এছাড়া, এগুলি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিডের সাথে দ্রুত এবং সুবিধাজনক চার্জিং সলিউশন প্রদান করবে।

আগের কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, OnePlus Ace 2 Pro-এ কার্ভড-এজ ডিসপ্লে থাকবে এবং GT Neo 6 সিরিজ ফ্ল্যাট স্ক্রিনের সাথে আসবে। ওয়ানপ্লাসের ফোনটি দক্ষ হিট ডিসিপেশন প্রযুক্তি অফার করবে, যা মোবাইল গেমিংয়ের জন্য l উপযুক্ত করে তুলবে। অন্যদিকে, Realme GT Neo 6 সিরিজটি ২৪০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে, যা ফোনগুলিকে অল্প কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণভাবে চার্জ করতে পারবে। জানিয়ে রাখি, GT Neo 6 দুটি ভ্যারিয়েন্টে আসবে – একটি ১৫০ ওয়াট এবং অপরটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে।

উল্লেখ্য, আরেক চীনা স্মার্টফোন ব্র্যান্ড রেডমিও তাদের হোম মার্কেটে আগামী আগস্ট মাসেই Redmi K60 Ultra নামে একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। যদিও এতে প্রতিযোগী হ্যান্ডসেটগুলির মতো স্ন্যাপড্রাগন চিপ নয়, MediaTek-এর Dimensity 9200+ প্রসেসরটি ব্যবহৃত হবে।