Categories: Smartwatch

itel Unicorn: লকেটের মতো গলায় ঝোলানো যাবে, আইটেলের নতুন স্মার্টওয়াচে বড় চমক

itel Unicorn Pendant স্মার্টওয়াচটি গতকাল (১৭ মে) ভারতীয় বাজারে উন্মোচিত হয়েছে৷ এতে একটি অনন্যl ২-ইন-১ পেনডেন্ট স্মার্টওয়াচ ডিজাইন রয়েছে। নতুন ওয়্যারেবলটি বাজেট রেঞ্জের হওয়া সত্ত্বেও এটি প্রিমিয়াম লুক অফার করে। itel Unicorn Pendant স্মার্টওয়াচ অ্যামোলেড ডিসপ্লে, ২০০ টিরও বেশি ওয়াচ ফেস, IP68 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং এবং বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত ফিচার সহ এসেছে। আসুন itel Unicorn Pendant স্মার্টওয়াচটির দাম এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Itel Unicorn Pendant: মূল্য এবং কালার অপশন

আইটেল ইউনিকর্ন পেনডেন্ট স্মার্টওয়াচটি ২,৮৯৯ টাকা মূল্যে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে৷ এই মডেলটি দুটি কালার অপশনে বিক্রি হবে, এগুলি হল ডার্ক ক্রোম এবং শ্যাম্পেন গোল্ড। এটি অ্যামাজন (Amazon) প্ল্যাটফর্মে কেনার জন্য উপলব্ধ হবে।

Itel Unicorn Pendant স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

আইটেল ইউনিকর্ন পেনডেন্ট স্মার্টওয়াচটিতে ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস এবং অলওয়েজ-অন ডিসপ্লে ফিচারটি অফার করে। এই স্ক্রিনটি একটি ডিআইওয়াই (DIY) ওয়াচ ফেস স্টুডিও সহ ২০০ টিরও বেশি ওয়াচ ফেস সাপোর্ট করে৷ একবার সম্পূর্ণ চার্জে, আইটেল ইউনিকর্ন পেনডেন্ট স্মার্টওয়াচ ৭ দিন বা স্ট্যান্ডবাইতে ১৫ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাত্র ৩০ মিনিটের চার্জিং ঘড়িটির ব্যাটারির ৮০ শতাংশ পর্যন্ত চার্জ পূর্ণ করতে পারে। ডিভাইসটি একটি ধাতব ডিজাইনের সাথে এসেছে, যা এতে একটি প্রিমিয়াম অনুভূতি যোগ করেছে।

এছাড়া, Itel Unicorn স্মার্টওয়াচ আইপি৬৮ (IP68) জল এবং ধুলো প্রতিরোধী রেটিং সহ এসেছে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নির্ভর ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্যও সাপোর্ট প্রদান করে। স্মার্টওয়াচটিতে বিভিন্ন স্বাস্থ্য-সম্পর্কিত ফিচার রয়েছে, যেমন ফিমেল সাইকেল ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং, হার্ট রেট ম্যাপিং, এসপিও২ (SpO2) রক্তের অক্সিজেন ট্র্যাকিংয়ের পাশাপাশি জল পান করার এবং হাঁটা চলা করানোর জন্য রিমাইন্ডার। আর সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, ২-ইন-১ লকেট ডিজাইনের জন্য ইউজাররা Itel Unicorn স্মার্টওয়াচের ডায়ালটি একটি বিনামূল্যে আসা চেইনের মাধ্যমে কব্জির পাশাপাশি গলায় পড়তে পারবেন।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

12 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

56 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago