Maxima Max Pro X4 Plus Smartwatch launched

বৃষ্টি বা রোদেও ব্যবহার করা যাবে, Maxima Max Pro X4+ স্মার্টওয়াচ ব্লুটুথ কলিং ফিচার সহ সস্তায় বাজারে এল

ভারতে পা রাখল Maxima Max Pro X4+ নামের একটি নতুন স্মার্টওয়াচ। রাগড ডিজাইনের এই স্মার্টওয়াচে রয়েছে ১.৩২ ইঞ্চি ডিসপ্লে এবং ব্লুটুথ কলিং ফিচার। আর এর ডিসপ্লেটি অলওয়েজ অন ডিসপ্লে টেকনোলজি সাপোর্ট করবে। সংস্থাটি দাবী করেছে, নতুন এই স্মার্টওয়াচ তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। তাছাড়া আধুনিক প্রযুক্তিযুক্ত এই ঘড়িটি ইন্ডোর ও আউটডোর যেকোনো জায়গায় অনায়াসেই ব্যবহারযোগ্য। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নতুন Maxima Max Pro X4+ স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Maxima Max Pro X4+ স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ম্যাক্সিমা ম্যাক্স প্রো এক্স৪+ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৬৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক, মিলিটারি গ্রীন এবং ডেজার্ট খাকি, এই তিনটি কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি। উল্লেখ্য ই- কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Maxima Max Pro X4+ স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ম্যাক্সিমা ম্যাক্স প্রো এক্স৪+ স্মার্টওয়াচের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে এতে দেওয়া হয়েছে ১.৩২ ইঞ্চি এইচডি স্ক্রিন। যার রেজোলিউশন ৩৬০x৩৬০ পিক্সেল। আর এর ডান ধরে রয়েছে দুটি রোটেটিং ক্রাউন বাটন, যার মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
অন্যদিকে, হেলথ ফিচার হিসাবে ঘড়িটিতে SpO2 সেন্সর, হার্ট রেট মনিটর এবং স্লিপ মনিটর উপলব্ধ। আবার স্মার্টওয়াচটিতে ৩০টি ওয়ার্কআউট মোড সাপোর্ট করবে। তবে ওয়্যারেবলটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল ব্লুটুথ কলিং এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এর জন্য ঘড়িটিতে ইনবিল্ট মাইক এবং স্পিকার বর্তমান।

এবার আসা যাক Maxima Max Pro X4+ স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৩৪০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। তদুপরি ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো কল হিস্ট্রি, স্মার্ট নোটিফিকেশন, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ড্রিঙ্কিং অ্যালার্ট, টাইম, মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল ইত্যাদি। আবার দরকার পড়লে স্মার্টফোন খোঁজার জন্য এর ‘ফাইন্ড ফোন’ মেনু অপশন ব্যবহার করা যেতে পারে। সবশেষে জানিয়ে রাখি ম্যাক্স প্রো এক্স৪+ স্মার্টওয়াচের ওজন মাত্র ৪৭ গ্রাম।