৫ হাজার টাকা পর্যন্ত ছাড়, সস্তায় স্মার্টওয়াচ খুঁজলে সেরা বিকল্প হবে Mustard Rock ও Tempo

ভারতীয় ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতকারক সংস্থা Mustard এবার পা রাখল স্মার্টওয়াচের বাজারে। নিয়ে এল নতুন দুটি স্মাটওয়াচ, যাদের নাম Mustard Rock এবং Mustard Tempo। উভয় স্মার্টওয়াচ আয়তক্ষেত্রাকার মেটালিক ডিসপ্লের সাথে এসেছে। সেই সঙ্গে ঘড়িগুলিতে দেওয়া হয়েছে উজ্জ্বল কালারের স্ট্র্যাপ। ফলে এগুলি দেখতে বেশ আকর্ষণীয়। চলুন দেখে নেওয়া যাক নতুন Mustard Rock এবং Mustard Tempo স্মার্টওয়াচ দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Mustard Rock এবং Mustard Tempo এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে মাস্টার্ড রক এবং মাস্টার্ড টেম্পো ঘড়ি দুটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৯,৯৯৯ টাকা এবং ৩,৯৯৯ টাকা। তবে বর্তমানে সংস্থার নিজস্ব ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্টে প্রারম্ভিক অফারে এগুলি পাওয়া যাচ্ছে যথাক্রমে ৪,৯৯৯ টাকা এবং ১,৯৯৯ টাকায়। এই দুটি ঘড়ির সাথে ক্রেতারা পাবেন ১২ মাসের ওয়্যারেন্টি।

Mustard Tempo স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত মাস্টার্ড টেম্পো স্মার্টওয়াচটি ১.৬৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা এইচডি রেজোলিউশন অফার করবে। এর ধারে রয়েছে একটি স্লিক রোটেটিং ক্রাউন বাটন। যার মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া হালকা ওজনের ঘড়িটি একাধিক কালারে সিলিকনের স্ট্র্যাপ অপশনে পাওয়া যাবে।

অন্যদিকে, নতুন এই ওয়্যারেবলে বিভিন্ন হেলথ সেন্সর উপস্থিত। এগুলির মধ্যে থাকছে হার্ট রেট মনিটর, স্লিপ ট্যাকার, SPo2 মনিটর ইত্যাদি। তাছাড়া ঘড়িটি ব্যবহারকারীর প্রতিদিনের স্টেপ ও বার্নিং ক্যালরি পরিমাপ করতে পারবে। এমনকি এতে রয়েছে ড্রিংক ওয়াটার রিমাইন্ডার, গাইরোস্কোপ এবং ১২০টির বেশি স্পোর্টস মোড। স্পোর্টস মোডের মধ্যে উল্লেখযোগ্য ওয়াকিং, রানিং, সাইক্লিং, স্কিপিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল ইত্যাদি।

তাছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Mustard Tempo স্মার্টওয়াচে ব্যবহৃত হয়েছে ২৮০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে সাতদিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে ঘড়িটিকে সক্রিয় রাখবে। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিংসহ এসেছে।

Mustard Rock স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

এবার আলোচনা করা যাক মাস্টার্ড রক স্মার্টওয়াচটি স্পেসিফিকেশন প্রসঙ্গে। এতে দেওয়া হয়েছে ১.৮১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এছাড়া হালকা ওজনের অ্যালয় ফ্রেমের এই ঘড়িটিতে রোটেড ক্রাউন বটন উপস্থিত। তবে ঘড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। তাই ব্যবহারকারী সরাসরি হাতের ঘড়ি থেকেই ফোন কল ধরতে এবং করতে পারবেন।

শুধু তাই নয়, ঘড়িটিতে থাকছে একাধিক হেলথ ফিচার এবং ১২০টি স্পোর্টস মোড। এর মধ্যে রয়েছে হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার, SPo2 মনিটর ইত্যাদি। উপরন্তু ঘড়িটিতে ইনবিল্ট এআইএস ভয়েস অ্যাসিস্ট্যান্ট উপলব্ধ। এর সঙ্গে পাওয়া যাবে ওয়েদার আপডেট, ক্রিকেট রেজাল্ট রিমাইন্ডার এবং ট্রাফিক ইনফর্মেশনের সুবিধা। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য Mustard Rock স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ২৮০ এমএএইচ ব্যাটারি, যা একক চার্জে টানা ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং প্রাপ্ত।