কম দামে Noise ColorFit Icon 2 Vista স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল, রয়েছে কলিং ফিচার

Noise ColorFit Icon 2 Vista স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Noise ColorFit Icon 2 Vista নামের নতুন স্মার্টওয়াচ। দেশীয় Noise ব্র্যান্ডের এই নতুন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, একাধিক স্পোর্টস মোড এবং হেল্থ ফিচার। আর এর মূল্যও তুলনামূলক ভাবে কম রাখা হয়েছে। চলুন Noise ColorFit Icon 2 Vista স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Noise ColorFit Icon 2 Vista স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ কালারফিট আইকন ২ ভিস্তা স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। এটি ব্ল্যাক, ব্লু, ডিপ ওয়াইন, গ্রে এবং পিঙ্ক কালার অপশনে এসেছে। উল্লেখ্য, সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট এবং মিন্ত্রা থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Noise ColorFit Icon 2 Vista স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত নয়েজ কালারফিট আইকন ২ ভিস্তা স্মার্টওয়াচটি ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৩৬০x৪৪৮ পিক্সেল। এতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে মোড ও ১৫০টির বেশি ওয়াচফেস। এছাড়া এর ডান ধারে একটি ফিজিক্যাল বাটন বর্তমান। শুধু তাই নয়, মেটালিক ফিনিশের স্মার্টওয়াচটি জল প্রতিরোধী IP68 রেটিং প্রাপ্ত।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট সেন্সর, SpO2 মনিটর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার উপলব্ধ। আবার ঘড়িটি ব্যবহারকারীর স্লিপ প্যাটার্ন, স্ট্রেস লেভেল এবং ব্রিদিং এক্সারসাইজ ট্র্যাক করতে পারবে। সেই সঙ্গে ঘড়িটিতে মিলবে ১০০টি স্পোর্টস মোডের সুবিধা।

তদুপরি স্মার্টওয়াচটি ব্যবহার করে ইউজার হাতের ঘড়ি থেকে সরাসরি ফোন কল করতে পারবেন। এর জন্য ওয়্যারেবলটিতে ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন উপস্থিত। এখানেই শেষ নয়, ঘড়িটি গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। উপরন্তু স্মার্ট ঘড়িটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট, রেস টু ওয়েক, রিমাইন্ডার ইত্যাদি।

এবার আসা যাক Noise ColorFit Icon 2 Vista স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ২৪০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ঘড়িটিকে ৭ দিন পর্যন্ত সক্রিয় রাখবে।