Jio গ্রাহকদের জন্য সুখবর, এখন মাত্র 398 টাকা থেকে দেখতে পাবেন JioTV Premium সহ একাধিক OTT অ্যাপ

Relaince Jio তাদের গ্রাহকদের জন্য JioTV-র প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ ৩৯৮ টাকার, ১১৯৮ টাকার এবং ৪৪৯৮ টাকার তিনটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে।

বর্তমানে টেলিকম সংস্থাগুলির নিত্যনতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করা গ্রাহকদের জন্য কোনো আশ্চর্যের বিষয় নয়। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে তারা এই ধরনের কাজ প্রায়শই করে থাকে। আজ Relaince Jio তাদের গ্রাহকদের জন্য JioTV-র প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ ৩৯৮ টাকার, ১১৯৮ টাকার এবং ৪৪৯৮ টাকার তিনটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। যে প্ল্যানগুলি ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে গ্রাহকদের জন্য উপলব্ধ হবে।

এই প্ল্যানগুলিতে গ্রাহকরা JioTV প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সাথে ১৪টি OTT (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারবেন৷ Jio এই প্রথম তার গ্রাহকদের JioTV প্রিমিয়াম অফার করছে। এর আগে, JioTV-এর শুধুমাত্র একটি বিনামূল্যের সংস্করণ ছিল, যা ব্যবহারকারীদের প্রিপেড এবং পোস্টপেড মোবাইল প্ল্যানগুলির সাথে পাওয়া যেত। চলুন এই তিনটি প্রিপেড প্ল্যানের সুবিধা এবং এর সাথে উপলব্ধ অ্যাপগুলির নামগুলি জেনে নেওয়া যাক।

JioTV প্রিমিয়ামে গ্রাহকেরা কি কি সুবিধা পাবেন?

জিও টিভি প্রিমিয়াম প্ল্যানে জিও সিনেমা প্রিমিয়াম, ডিজনি প্লাস হটস্টার, জি ফাইভ, সোনি লিভ, প্রাইম ভিডিও (মোবাইল), লায়ন্স গেট প্লে, ডিসকভারি প্লাস, হইচই, ডকুবাই, সাননেক্সট, প্ল্যানেট মারাঠি এপিকঅন, কাচ্চা লাঙ্কা এবং Chaupal-এর মতো ১৪টি অ্যাপ অ্যাক্সেস করা যাবে।

ব্যবহারকারীরা JioTV প্রিমিয়াম ট্যাব থেকে উপরের সমস্ত প্ল্যাটফর্ম উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, ডিজনি+ হটস্টার এবং প্রাইম ভিডিও (মোবাইল) তাদের নিজ নিজ প্ল্যাটফর্মে উপলব্ধ হবে। প্রাইম ভিডিও সক্রিয় করতে, আপনাকে MyJio অ্যাপ থেকে একটি ভাউচার নিতে হবে এবং অ্যাপে লগইন করার সময় সেটি ব্যবহার করতে হবে। মনে রাখবেন, যে নম্বরে প্ল্যান রিচার্জ করবেন কেবল সেই নম্বরের মাধ্যমেই এই অ্যাপগুলিতে সাইন ইন করতে সক্ষম হবেন।

JioTV প্রিমিয়াম বান্ডেলড প্রিপেড প্ল্যান

৩৯৮ টাকার প্ল্যান – এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আর এর সাথে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন। এছাড়াও, এর সাথে JioTV প্রিমিয়াম (১২ OTTs) বান্ডেল অফারটিও উপভোগ করা যাবে সম্পূর্ণ ২৮ দিন।

১১৯৮ টাকার প্ল্যান – ১১৯৮ টাকার প্ল্যানে ৮৪ দিন পর্যন্ত ২ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০ টি এসএমএস সহ JioTV প্রিমিয়াম (১৪ OTTs) অ্যাক্সেস করা যাবে।

৪৪৯৮ টাকার প্ল্যান – ৪৪৯৮ টাকার প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা ও ১০০টি এসএমএস সহ JioTV প্রিমিয়াম (১৪ OTTs) এবং আনলিমিটেড ভয়েস কলিং উপভোগ করা যাবে সম্পূর্ণ ১ বছরের জন্য। এই প্ল্যানে ইএমআইয়ের সুবিধাও উপলব্ধ৷

১৪৮ টাকার প্ল্যান – এই প্ল্যানটি Jio-র একটি ডেটা অ্যাড-অন ভাউচার, যা ২৮ দিনের জন্য গ্রাহকদের ১০ জিবি ডেটা এবং JioTV প্রিমিয়াম (১২ OTTs) অফার করে।