Oppo কে টপকে চীনের শীর্ষ স্মার্টফোন কোম্পানি এখন Vivo

সামগ্রিকভাবে দেখতে গেলে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে ভারত তথা বিশ্বের বাজারে চীনা স্মার্টফোন সংস্থাগুলির বিশেষ আধিপত্য রয়েছে। বর্তমানে মানুষের পছন্দের তালিকায় থাকা শাওমি (Xiaomi), অপ্পো (Oppo), ভিভো (Vivo), হুয়াওয়ে (Huawei), রিয়েলমি (Realme) প্রভৃতি ব্র্যান্ডের স্মার্টফোনগুলি চীনা সংস্থার দ্বারা উৎপাদিত এবং বাজারজাত। জনপ্রিয়তার নিরিখে ভারতীয় ক্রেতার মনে উপরোক্ত ব্র্যান্ডগুলি সম্পর্কে একটা আলাদা মোহ রয়েছে। কিন্তু খোদ চীনের বাজারে এই সংস্থাগুলি কতটা ভালো জায়গায় রয়েছে তা নিয়ে আমরা কেউই ভাবিত নই। কিন্তু সমীক্ষাকারী সংস্থা কাউন্টারপয়েন্টের (CounterPoint) সাম্প্রতিক রিপোর্টে এমন কিছু তথ্য উঠে এসেছে, যেগুলি থেকে বিভিন্ন চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার বাজার কৌশল সম্পর্কে একাধিক ধারণা পাওয়া যায়, যা সমগ্র বিশ্বে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। তাই এই প্রতিবেদনে আমরা কাউন্টারপয়েন্টের সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যগুলি ডিজিটাল পাঠকের সাথে ভাগ করে নিতে চেয়েছি।

কোভিড-১৯ অতিমারির ধাক্কা কাটিয়ে এই মুহূর্তে চীনে স্মার্টফোনের ব্যবসা যে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে, কাউন্টারপয়েন্টের (CounterPoint) সমীক্ষা থেকে সেটা স্পষ্ট। এক্ষেত্রে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী, সেসময় চীনে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে সবথেকে এগিয়ে থাকা সংস্থার নাম ছিলো – অপ্পো (Oppo)। কিন্তু নতুন তথ্য বলছে, নিজেদের বিক্রি কয়েক গুণ বাড়িয়ে সম্প্রতি ভিভো (Vivo) সেই এক নম্বরের সিংহাসন দখল করেছে। এক্ষেত্রে তাদের Y এবং S সিরিজের বাজেট স্মার্টফোনগুলির অবদান অনস্বীকার্য।

এই মুহূর্তে চীনের স্মার্টফোন বাজারের ২৪ শতাংশ ভিভো-র দখলে রয়েছে! জানুয়ারি থেকে তাদের বাজার শেয়ার প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অপ্পো (Oppo) এবং হুয়াওয়ে (Huawei)-র বাজার শেয়ার যথাক্রমে ২১ ও ১৫ শতাংশ।

উল্লেখ্য, ভিভো-র বাজার শেয়ারের হিসেবে তাদের সাব-ব্র্যান্ড iQOO -এর বিক্রির অঙ্ক যুক্ত হয়েছে। অপরপক্ষে অপ্পোর পরিসংখ্যানে সাব ব্র্যান্ড রিয়েলমি (Realme) বা ওয়ানপ্লাসের (OnePlus) কোন ভূমিকা নেই।

নতুন ৫জি ফোন বিক্রির উপরে ভর করেই যে বাজারে ভিভো-র ব্যাপক উত্থান, রিপোর্টে সেটাও ধরা পড়েছে। ভিভোর (Vivo) আসন্ন Nex, X, S, Y সিরিজের স্মার্টফোনগুলি তাদের অগ্রগতির ধারাকে কতটা ধরে রাখতে পারে, যথাসময়ে তা দেখা যাবে। তবে চীনের বাজার দখলের জন্য ভিভো-র আগ্রাসী ভূমিকা আগামী দিনে অন্যান্য দেশে স্মার্টফোন কেনাবেচাকে যথেষ্ট প্রভাবিত করতে পারে। এব্যাপারে অপ্পো (Oppo), হুয়াওয়ে (Huawei) বা শাওমি (Xiaomi) কে তারা কতটা চ্যালেঞ্জ জানাতে পারে, সেদিকে আমাদের সকলের নজর থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন