Apple Watch Ultra স্মার্টওয়াচের কপি ভার্সন লঞ্চ করল দেশীয় ব্র্যান্ড Pebble, দাম বাজেটের মধ্যে

আপনি কি অ্যাপল ওয়াচ ব্যবহার করতে চান? কিন্তু অধিক দামের কারণে কিনতে পারছেন না? তাহলে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন। আসলে স্মার্টওয়াচ প্রস্তুতকারী ভারতীয় সংস্থা Pebble আজ লঞ্চ করেছে তাদের নতুন Cosmos Engage স্মার্টওয়াচ। এটি শুধু Apple Watch Ultra স্মার্টওয়াচের মত দেখতে তাই নয়, দামি ঘড়িটির কিছু ফিচারও এতে উপস্থিত।

উল্লেখ্য, সম্প্রতি স্মার্টওয়াচের বাজারে জনপ্রিয়তা অর্জন করেছে Pebble সংস্থাটি। চলতি মাসের প্রথমের দিকে ব্র্যান্ডটি Apple Watch Series 8 এর ক্লোন কপি বের করে, যার নাম Pebble Frost। এখন সংস্থাটি লঞ্চ করলো Apple Watch Ultra -র মতোই একটি স্মার্টওয়াচ, যা Pebble Cosmos Engage নামে এসেছে। আসুন এর দাম ও ফিচার দেখে নেওয়া যাক।

Pebble Cosmos Engage স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পেবল কসমোস এনগেজ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। সালামান্ডার অরেঞ্জ, স্টারলাইট, মিডনাইট ব্ল্যাক এবং সেলেস্ট্রিয়াল ব্লু, এই চারটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবে নতুন স্মার্টওয়াচটি।

Pebble Cosmos Engage স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত পেবল কসমোস এনগেজ স্মার্টওয়াচ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়, এটি অ্যাপল ওয়াচ আল্ট্রা স্মার্টওয়াচের মতো ডিজাইন বিশিষ্ট। এতে দেওয়া হয়েছে ১.৯৫ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন, যা ৩৮৫x৩২০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। তবে এর ডিসপ্লে প্যানেলটি ওলেড (OLED) না হলেও এটি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট সহ এসেছে। আবার এতে রয়েছে একাধিক ফিটনেস ট্র্যাকিং ফিচার। তাই একে ফিটনেস ব্যান্ড বললেও ভুল বলা হবে না।

অন্যদিকে, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এতে থাকছে হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার এবং একাধিক স্পোর্টস মোড। আবার ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচার উপলব্ধ। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ওয়্যারেবলটি IP67 রেটিংপ্রাপ্ত।