PLAYFIT Dial 3: ব্লুটুথ কলিং ফিচারের সাথে লঞ্চ হল সস্তা স্মার্টওয়াচ, পাবেন ওয়েদার অ্যালার্ট

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল দেশীয় সংস্থা PLAY-এর নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম PLAYFIT Dial 3। তিন হাজার টাকারও কম দামে আসা নতুন এই ঘড়িটি ফিচারের দিক থেকে বাজার চলতি নামিদামি কোম্পানির সাশ্রয়ী মূল্যের ঘড়িগুলিকে টেক্কা দিতে প্রস্তুত। এতে একাধিক হেলথ ফিচারের সাথে রয়েছে ১০০টির বেশি স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন PLAYFIT Dial 3 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

PLAYFIT Dial 3 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে প্লেফিট ডায়াল ৩ স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি জনপ্রিয় ই-কমার্স সাইট এবং জনপ্রিয় অফলাইন স্টোরগুলি থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন ঘড়িটি।

PLAYFIT Dial 3 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত প্লেফিট ডায়াল ৩ স্মার্টওয়াচটি বর্গাকার ১.৮ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে, যা ২৪০x২৮৬ পিক্সেল রেজোলিউশন এবং ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। তাছাড়া এর স্ক্রিনের ডান ধারে থাকছে একটি বাটন। এমনকি ঘড়িটিতে একাধিক কাস্টমাইজেবল ওয়াচফেস উপলব্ধ।

অন্যদিকে, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে স্মার্টওয়াচটিতে থাকছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ মনিটর, ফিমেল হেলথ ট্র্যাকার, ব্লাড প্রেসার মনিটর ইত্যাদি। সেই সঙ্গে ডিভাইসটি সিডেন্টারি রিমাইন্ডার, হাইড্রেশন রিমাইন্ডার, ব্রিদিং এক্সারসাইজের মত ফিচারে ঠাসা। শুধু তাই নয়, স্মার্টওয়াচটিতে ১০০টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করবে।

তবে PLAYFIT Dial 3 স্মার্টওয়াচের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি ব্লুটুথ কলিং ফিচারের সাথে এসেছে। এর জন্য ঘড়িটিতে ইনবিল্ট স্পিকার ও মাইক্রোফোন বর্তমান। তবে এখানেই শেষ নয়। ঘড়িটির মাধ্যমে হ্যান্ডস ফ্রি মিউজিক এক্সপেরিয়েন্স লাভ করা সম্ভব। তাছাড়া এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল নোটিফিকেশন ডিসপ্লে, ওয়েদার অ্যালার্ট, মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, অ্যামাজন অ্যালেক্সা, গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি পাঁচ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটি IP67 রেটিং সহ এসেছে।