এবার ভারতে এন্ট্রি নিচ্ছে Redmi Watch 3 Lite স্মার্টওয়াচ, থাকবে ব্লুটুথ কলিং ফিচার

শীঘ্রই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Redmi Watch 3 Lite স্মার্টওয়াচ

সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Xiaomi ব্র্যান্ডের নতুন স্মার্টওয়াচ Redmi Watch 3 Lite। এবার এই নতুন ঘড়িটি ভারতে আসতে চলেছে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন যে শীঘ্রই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Redmi Watch 3 Lite স্মার্টওয়াচ।

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা তার একটি টুইটারে এই দাবি করেছে। যদিও Redmi Watch 3 Lite স্মার্টওয়াচের ভারতে কত দাম রাখা হবে এবং এতে কি কি ফিচার থাকবে সেবিষয়ে তিনি কিছু বলেননি। তবে চীনে লঞ্চ হওয়ার সুবাদে এর মূল্য ও বিশেষত্ব আমাদের জানা।

Redmi Watch 3 Lite -এর দাম

চীনে উপলব্ধ রেডমি ওয়াচ ৩ লাইট স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ৩৯৯ ইউয়ান (প্রায় ৪,৬৬৩ টাকা)। তাই আশা করা যায় ভারতে এটি ৫,০০০ টাকার আশেপাশে লঞ্চ হবে। এটি স্পেস ব্ল্যাক এবং টুইলাইট গ্রে স্ট্র্যাপ অপশনে উপলব্ধ।

Redmi Watch 3 Lite -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত রেডমি ওয়াচ ৩ লাইট স্মার্টওয়াচটি ১.৮৩ ইঞ্চি স্ক্রিনের সাথে এসেছে, যা ২০০টিরও বেশি ওয়াচফেস সাপোর্ট করবে। আবার এতে হেলথ ফিচার হিসেবে থাকছে হার্ট রেট ট্র্যাকার, SpO2 মনিটর, স্লিপ ট্র্যাকার, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার ইত্যাদি। সেই সঙ্গে এতে পাওয়া যাবে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। ফলে ঘড়িটি থেকে সহজেই ফোন কল করা সম্ভব।

এদিকে Redmi Watch 3 Lite স্মার্টওয়াচটির ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে একবার চার্জে ঘড়িটি ৮ দিন এবং সাধারণ ব্যবহারে ১২ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য।