Redmi Watch 5 Active: আগামী সপ্তাহে আসছে রেডমির নতুন স্মার্টওয়াচ, পাবেন 18 ঘন্টা লাইফ

Redmi শীঘ্রই নতুন স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। আজ সংস্থার তরফে Redmi Watch 5 Active নামের এই স্মার্ট‌ওয়াচের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি গত…

Redmi Watch 5 Active India Launch Day Announced With 18 Days Battery Life Smartwatch

Redmi শীঘ্রই নতুন স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। আজ সংস্থার তরফে Redmi Watch 5 Active নামের এই স্মার্ট‌ওয়াচের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি গত বছর ভারতে আসা রেডমি ওয়াচ 3 অ্যাক্টিভের উত্তরসূরি হবে। লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি, রেডমি নয়া ওয়াচের ডিজাইন, কালার এবং ফিচার প্রকাশ করেছে। আসুন Redmi Watch 5 Active সম্পর্কে কি কি জানা গেল।

Redmi Watch 5 Active ভারতে এই দিনে লঞ্চ হবে

27 অগাস্ট ভারতে লঞ্চ হবে রেডমি ওয়াচ 5 অ্যাক্টিভ। তবে এর জন্য কোনও লঞ্চ ইভেন্ট আয়োজন করা হবে কিনা তা ব্র্যান্ডটি এখনও জানায়নি। যদিও নতুন রেডমি স্মার্টওয়াচের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে, যা এর বিশেষ ফিচারগুলি সামনে এনেছে। রেডমি ওয়াচ 5 অ্যাক্টিভ স্কোয়ার ডিজাইন এবং ফিজিক্যাল বাটন সহ আসবে। ব্ল্যাক ও সিলভার রঙে পাওয়া যাবে স্মার্টওয়াচটি।

Redmi Watch 5 Active এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi Watch 5 Active স্মার্টওয়াচ 18 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। যেখানে রেডমি ওয়াচ 3 অ্যাক্টিভ-এ 12 দিনের ব্যাটারি লাইফ পাওয়া যেত। নতুন রেডমি স্মার্টওয়াচটি ভয়েস কলের জন্য ‘ক্লিয়ার+’ ফিচারের সাথে আসবে। এতে থাকবে 2.0 ইঞ্চি ডিসপ্লে, যা আগের মডেলের 1.8 ইঞ্চি ডিসপ্লের চেয়ে বড়।

আবার রেডমি ওয়াচ 3 অ্যাক্টিভ যেখানে 100টিরও বেশি ফিটনেস মোড সহ এসেছিল, সেখানে নতুন ঘড়িটি 140 টিরও বেশি স্পোর্টস মোড অফার করবে। রেডমি ওয়াচ হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলবে, এটি এই ওএস ব্যবহার করা প্রথম স্মার্টওয়াচ হবে। রেডমি ওয়াচ 5 অ্যাক্টিভ অ্যালেক্সা বিল্ট-ইন সহ আসবে।