Redmi Watch 5 Active: ভারতে লঞ্চ হল 18 দিন ধরে চলা কলিং রেডমি স্মার্টওয়াচ

Redmi আজ ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এই নতুন স্মার্ট ঘড়িটির নাম Redmi Watch 5 Active। এটি ওয়াচ 3 অ্যাক্টিভের উত্তরসূরি হিসাবে এসেছে। নতুন…

Redmi Watch 5 Active Smartwatch Launched In India With 140 Sports Mode Bluetooth Calling Features Price

Redmi আজ ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এই নতুন স্মার্ট ঘড়িটির নাম Redmi Watch 5 Active। এটি ওয়াচ 3 অ্যাক্টিভের উত্তরসূরি হিসাবে এসেছে। নতুন স্মার্টওয়াচটি 18 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। এছাড়াও এতে হার্ট-রেট এবং SpO2 সেন্সর রয়েছে। আসুন এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Redmi Watch 5 Active এর ভারতে দাম

রেডমি ওয়াচ 5 অ্যাক্টিভ স্মার্টওয়াচের দাম 2,799 টাকা। আগামী 3 সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে মিডনাইট ব্ল্যাক এবং ম্যাট সিলভার কালার অপশনে এই ঘড়িটি কেনা যাবে।

রেডমি ওয়াচ 5 অ্যাক্টিভ এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi Watch 5 Active-এ কার্ভড এজ সহ বর্গাকার ডায়াল দেখা যাবে। ডায়ালের ডানদিকে একটি ফিজিক্যাল বাটনও উপস্থিত। এতে দেওয়া ডিসপ্লের সাইজ 2 ইঞ্চি। এই ডিসপ্লে 500 নিটস ব্রাইটনেস অফার করে। রেডমির নতুন ঘড়িটি আইপিএক্স8 সার্টিফিকেশন সহ এসেছে এবং এটি 5ATM পর্যন্ত জলরোধী।

রেডমির এই নতুন স্মার্টওয়াচে হেলথ এবং ফিটনেসের জন্য অনেক দুর্দান্ত ফিচার আছে। এতে আপনি 24×7 হার্ট রেট মনিটরের সাথে SpO2 এবং স্ট্রেস সেন্সর পাবেন। এছাড়াও, স্লিপ ট্র্যাকারও বর্তমান। এই স্মার্ট ঘড়িতে 140টি স্পোর্টস মোড উপস্থিত।

এদিকে Redmi Watch 5 Active ঘড়িতে দেওয়া হয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এতে ইনবিল্ট স্পিকার সহ একটি মাইক্রোফোনও পাওয়া যাবে। ঘড়িটি শাওমি হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলে। এই রেডমি স্মার্টওয়াচে এসওএস, প্রাইভেসি লক, থিয়েটার মোড, ফ্ল্যাশলাইট এবং ফাইন্ড ইওর ফোন সহ অনেক ফিচার রয়েছে। এতে ভয়েস-কমান্ডের জন্য বিল্ট-ইন অ্যালেক্সাও রয়েছে। আবার ঘড়িতে দেওয়া ব্যাটারির ক্যাপাসিটি 470 এমএএইচ। সংস্থার দাবি, একবার চার্জে 18 দিন চলবে এই স্মার্ট ঘড়ি।