Categories: Smartwatch

Samsung আনছে প্রোজেক্টর যুক্ত Smartwatch, হাতেই দেখা যাবে ফটো-ভিডিও

স্যামসাং (Samsung) সম্প্রতি তাদের গ্যালাক্সি ওয়াচ ৫ (Galaxy Watch 5) সিরিজের স্মার্টওয়াচগুলিতে মেন্সট্রুয়াল সাইকেল (menstrual cycle) বা মাসিক চক্র ট্র্যাকিংয়ের ফিচার যুক্ত করেছে। আর এখন মনে হচ্ছে সংস্থাটি তাদের আগামী গ্যালাক্সি-সিরিজের ওয়্যারেবলগুলিতে আরেকটি নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা করছে। হালফিলে স্যামসাং একটি নতুন পেটেন্ট জমা দিয়েছে। এই পেটেন্ট অনুসারে, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি গ্যালাক্সি স্মার্টওয়াচের জন্য ইন-বিল্ট প্রজেক্টর নির্মাণের কাজ করছে। এক্ষেত্রে সদ্য প্রকাশ্যে আসা একটি কনসেপ্ট ইমেজে দেখা গেছে যে, স্মার্টওয়াচের পার্শ্ববর্তী অংশ থেকে আলো প্রজেক্ট হয়ে ইউজারের হাতের উপর পড়ছে। আর এই পদ্ধতির মাধ্যমে স্মার্টওয়াচে আসা যাবতীয় নোটিফিকেশন, এমনকি ভিডিও কনটেন্ট সরাসরি ইউজারের হাতে বড় পরিসর জুড়ে প্রতিফলিত হবে।

বিল্ট-ইন প্রজেক্টর যুক্ত স্মার্টওয়াচের উপর কাজ করছে Samsung

ওয়্যারেবল (Wearable) এর রিপোর্ট অনুসারে, স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ওয়াচে ইনবিল্ট প্রজেক্টর অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রতি একটি পেটেন্ট দাখিল করেছে। এই ফিচার, ব্যবহারকারীদের বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে পাওয়া নোটিফিকেশন এবং ভিডিও কনটেন্ট দেখার অনুমতি দেবে। এক্ষেত্রে পেটেন্টে একটি এমন স্মার্টওয়াচের বর্ণনা দেওয়া হয়েছে, যার হাউজিংয়ের একপাশে একটি প্রজেকশন ডিসপ্লে আছে এবং সেটিকে এমনভাবে কনফিগার করা হয়েছে যাতে তা হাউজিং সংলগ্ন ডিসপ্লে এরিয়ায় তথ্য প্রদর্শন করতে পারে। এই ফিচার, মূলত ডিভাইসের মুখ্য স্ক্রীনকে মিরর করতে বা ছোট স্ক্রিনে আসা নোটিফিকেশন বড় করে দেখার জন্য ব্যবহার করা যেতে পারে।

পেটেন্টে উল্লেখিত বিবৃতি কিছু এরূপ যে, স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ওয়্যারেবলটি শরীরের যেকোনো অংশে ডিভাইসের মূল ডিসপ্লে মডিউলের ডিসপ্লে এরিয়ার তুলনায় অধিক বড় অংশ জুড়ে নোটিফিকেশন বা ভিডিও কন্টেন্ট দেখাতে সমর্থ হবে। এই নতুন ধরণের প্রজেকশন ডিসপ্লে এমন সব তথ্য দেখাতে সক্ষম হবে, যা ডিসপ্লে মডিউলে প্রদর্শিত কন্টেন্টের থেকে ভিন্ন হবে। আরো সোজা ভাষায় বললে, প্রজেক্টরের মাধ্যমে যেমন স্টিল ইমেজ বা স্থির চিত্র দেখা যাবে, তেমনই মুভিং ইমেজ বা ভিডিও এবং মাল্টিমিডিয়া কনটেন্টও প্রতিফলন করা সম্ভব হবে।

ফাঁস হওয়া পেটেন্ট ইমেজ অনুসারে, আসন্ন গ্যালাক্সি ওয়াচে ভিন্ন-ভিন্ন কোণ থেকে স্কিম্যাটিক্স প্রজেকশন পরিচালনা করার জন্য দুটি সারিতে সারিবদ্ধ স্বতন্ত্র লেন্স এবং এলইডি (LED) লাইট দেওয়া হবে। এগুলি বিভিন্ন কোণ থেকে যেকোনো সারফেস বা পৃষ্ঠে, ডিভাইসে আসা ছবি বা ভিডিও প্রজেক্ট করতে সাহায্য করবে। যদিও প্রজেক্ট হওয়া কনটেন্ট যাতে বিকৃত না হয়, তার জন্য অবশ্যই ব্যবহারকারীকে তার কব্জি সোজা ও স্থির রাখতে হবে। তদুপরি রিপোর্টে আরো দাবি করা হয়েছে যে, এই প্রযুক্তি ব্যবহারকারীকে মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠানো ভিডিও দেখার অনুমতি দেবে এবং ভিডিও কল করার সুবিধাও প্রদান করবে।

যাইহোক উপরি উল্লেখিত তথ্যাদি ভিন্ন ইন-বিল্ট প্রজেকশন ফিচার সমন্বিত গ্যালাক্সি স্মার্টওয়াচ সম্পর্কে এই মুহূর্তে আর কিছু জানা সম্ভব হয়নি। স্যামসাং হয়তো পেটেন্ট করা এই প্রযুক্তিটিকে শুধুমাত্র প্রোটোটাইপিংয়ের জন্য ব্যবহার করতে পারে। পাশাপাশি, এই নতুন প্রযুক্ত সমন্বিত ডিভাইস বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার আগে এর কার্যকারিতা পরিবর্তিত করার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

প্রসঙ্গত স্যামসাং সম্প্রতি ‘ন্যাচারাল সাইকেলস’ (Natural Cycles) সংস্থার সাথে হাত মেলানোর কথা ঘোষণা করেছিল। এই অংশীদারিত্বের ফলস্বরূপ টেক জায়ান্টটি, তাদের Samsung Galaxy Watch 5 সিরিজ ব্যবহারকারী মহিলাদের জন্য আরো উন্নত তাপমাত্রা-ভিত্তিক মাসিক চক্র বা মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকিং ফিচার নিয়ে আসবে বলে জানিয়েছে। এই ফিচার ডিভাইসে অ্যাডভান্স সাইকেল ট্র্যাকিং অ্যাক্সেস করতে দেবে।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

13 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago