Oppo Reno 6 সিরিজে আসছে তিনটি স্মার্টফোন! ফাঁস প্রায় সমস্ত ফিচার

Oppo গত বছরের জুন মাসে Reno 4 সিরিজের ওপর থেকে পর্দা সরিয়েছিল। চলতি বছরেও চিনা স্মার্টফোন কোম্পানিটি‌ একই সময়ে Oppo Reno 6 সিরিজের ঘোষণা করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এই সিরিজের কয়েকটি ফোনকে ইতিমধ্যেই সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। তবে সম্প্রতি চীনের একজন টিপস্টার অপ্পো রেনো ৬ সিরিজের অধীনস্থ স্মার্টফোনগুলির মূল স্পেসিফিকেশনের ওপর আলোকপাত করেছেন।

ওই টিপস্টারের দাবি অপ্পো রেনো ৬ স্মার্টফোনটি ডাইমেনসিটি ১২০০ চিপসেট ও ৯০ হার্টজ ডিসপ্লে সহ আসবে৷ অপ্পো রেনো ৬ প্রো মডেলের ডিসপ্লেতেও একই রিফ্রেশ রেট থাকবে। কিন্তু ফোনটি স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটে চলবে৷ অপ্পো রেনো ৬ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট রেনো ৬ প্রো + ১২০ হার্টজ ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সঙ্গে আসবে‌।

তিনি এও বলেছেন, Oppo Reno 6 সিরিজের তিনটি স্মার্টফোনেই পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার প্রাইমারি ক্যামেরা হিসেবে ফোনগুলিতে সনি IMX789 সেন্সর দেখা যেতে পারে।

যেহেতু তথ্যগুলির সত্যতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, তাই Reno 6 সিরিজ সম্পর্কে অন্যান্য ইনফরমেশনের জন্য আরও ভরসাযোগ্য সূত্র থেকে খবর না আসা পর্যন্ত আমরা পাঠকদের অপেক্ষা করতে অনুরোধ করবো।

প্রসঙ্গত, সাম্প্রতিক রিপোর্টে গত সপ্তাহে চীনের 3C সার্টিফিকেশন প্রাপ্ত Oppo PEPM00 ফোনটিকে আদতে Reno 6 স্মার্টফোন বলে দাবি করা হয়েছে। ফোনটিতে পাঞ্চ-হোল OLED স্ক্রিন, ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, কালার ওএস ১১ (অ্যান্ড্রয়েড১১) রয়েছে বলে গুঞ্জন চলছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন