Urban Pro Z: হার্টের খেয়াল রাখবে, জল ও ধুলোতেও নষ্ট হবে না নতুন এই স্মার্টওয়াচ

ভারতে আত্মপ্রকাশ করল Urban -র নতুন Urban Pro Z স্মার্টওয়াচ। এটি অপেক্ষাকৃত বড় ১. ৮৫ ইঞ্চি এইচডি ফুল টাচ ডিসপ্লের সাথে এসেছে, যাতে ১২০টির বেশি ওয়াচফেস এবং বর্গক্ষেত্রাকার ডায়াল বর্তমান। তাছাড়া ব্লুটুথ কলিংযুক্ত এই স্মার্টওয়াচে রয়েছে নির্দিষ্ট ডুয়াল সেন্সর ২৪/৭ হেলথ মনিটর, এআই ভয়েস এসিস্ট্যান্ট ইত্যাদি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন Urban Pro Z স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Urban Pro Z স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে আরবান প্রো জেড স্মার্টওয়াচের প্রারম্ভিক দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি। ঘড়িটি কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং জনপ্রিয় অনলাইন এবং অফলাইন স্টোরগুলি থেকে কেনা যাবে। উল্লেখ্য, ক্রেতারা ব্লু, ব্ল্যাক এবং গ্রে কালার অপশনে কিনতে পারবেন ঘড়িটি।

Urban Pro Z স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত আরবান প্রো জেড স্মার্টওয়াচের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে এটি বর্গক্ষেত্রাকার ডায়াল এবং নরম, স্কিন ফ্রেন্ডলি ও প্রিমিয়াম সিলিকন স্ট্র্যাপের সাথে এসেছে। ওয়্যারেবলটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.০ এবং এতে ইনবিল্ট এইচডি স্পিকার ও মাইক্রোফোন উপস্থিত। তাই সহজেই হাতের ঘড়ি থেকে ব্লুটুথ কলিং করা যাবে। শুধু তাই নয়, স্মার্টওয়াচটিতে থাকছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তাই সব দিক বিবেচনা করে বলাই যায় ঘড়িটি সারাদিন ধরেই ইউজারকে টেক্সট, মেসেজ এবং কল সম্পর্কে অবগত রাখবে।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে ২৪/৭ হার্ট রেট মনিটর উপলব্ধ। সাথে থাকছে ১২০টির বেশি ইনবিল্ট স্পোর্টস মোড ও দুটি অন বোর্ড গেম। আবার স্মার্টওয়াচটিতে আরবান হেলথ শুট (Urban Health Suite) অ্যাপ সাপোর্ট করায় স্মার্টফোন থেকে অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। সর্বোপরি জল এবং ঘাম প্রতিরোধের জন্য Urban Pro Z স্মার্টওয়াচে রয়েছে IP67 রেটিং।