দশ হাজার টাকার কমে Motorola Moto G14 কিনতে চাইলে সুখবর, এখন পাবেন আরও দুটি কালার বিকল্প

Motorola G14 এর জন্য আসন্ন এই দুই নতুন কালার ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে বাটার ক্রিম (Butter Cream) এবং প্যাল লিলাক (Pale Lilac)

গত ১লা আগস্ট ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Moto G14। তখন Motorola তাদের এই নয়া বাজেট রেঞ্জের স্মার্টফোনকে শুধুমাত্র দুটি কালার অপশনে, যথা – স্টিল গ্রে বা স্কাই ব্লু এর সাথে উপলব্ধ করে। আজ অবার ব্র্যান্ডটি তাদের X (পূর্বে Twitter নাম পরিচিত) অ্যাকাউন্ট থেকে আলোচ্য হ্যান্ডসেটের জন্য আরো দুটি নতুন তথা আকর্ষণীয় কালার বিকল্প লঞ্চ করার ঘোষণা করল। Moto G14 এর জন্য আসন্ন এই দুই নতুন কালার ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে বাটার ক্রিম (Butter Cream) এবং প্যাল লিলাক (Pale Lilac)। অতএব ক্রেতারা এখন Moto G14 স্মার্টফোনকে মোট চারটি কালারের মধ্যে বেছে নিতে পারবেন।

ভারতে Motorola Moto G14 স্মার্টফোনের নতুন কালার ভ্যারিয়েন্টের দাম

মোটোরোলা মোটো জি ১৪ স্মার্টফোনের জন্য চালু করা – বাটার ক্রিম এবং প্যাল লিলাক কালার অপশন স্টিল গ্রে ও স্কাই ব্লু কালারের ন্যায় ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এক্ষেত্রে ডিভাইসের নতুন কালার বিকল্প দুটির দাম ৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।

লভ্যতার কথা বললে, আগ্রহীরা আগামী ২৪শে আগস্ট থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) -এর মাধ্যমে নতুন কালার অপশনগুলি কিনতে পারবেন।

Motorola Moto G14-এর স্পেসিফিকেশন

ফ্ল্যাট ফ্রেম ডিজাইন সহ আসা মোটোরোলা মোটো জি১৪ স্মার্টফোনে রয়েছে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ডিভাইসটির ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।

পারফরম্যান্সের জন্য Motorola Moto G14 মডেলে ইউনিসক টি৬১৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, মোটোরোলা ব্র্যান্ডিংয়ের এই হ্যান্ডসেটে নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং দুর্দান্ত সাউন্ড সরবরাহের ক্ষেত্রে ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার মিলবে।

আর কানেক্টিভিটি অপশন হিসাবে এতে – একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য Moto G14 স্মার্টফোনে ২০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এছাড়া স্প্ল্যাশ প্রতিরোধের জন্য এটি IP52 রেটিং প্রাপ্ত৷