Xiaomi Watch S2: গোলাকার ডায়ালের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল শাওমি, দাম দেখে নিন

গতকাল ছিল Xiaomi-র গ্র্যান্ড লঞ্চ ইভেন্ট। এই ইভেন্টে সংস্থার একাধিক প্রোডাক্টের পাশাপাশি আত্মপ্রকাশ করেছে Xiaomi Watch S2 স্মার্টওয়াচ। এটি গত বছর লঞ্চ হওয়া Xiaomi Watch S1 এর উত্তরসূরী। নতুন এই ঘড়িটি ৪২ এমএম এবং ৪৬ এমএম ডায়াল সাইজে এসেছে। তাছাড়া এতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Xiaomi Watch S2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Xiaomi Watch S2 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

চীনের বাজারে শাওমি ওয়াচ এস ২ স্মার্টওয়াচের ৪২ এমএম ভার্সনের ব্ল্যাক স্ট্যান্ডার্ড এবং লাইট গোল্ড লেদার স্ট্র্যাপযুক্ত মডেলের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৮২৬ টাকা ) এবং ১১৯৯ ইউয়ান (প্রায় ১৪,১৯৩টাকা )। আবার ৪৬ এমএম মডেলের ব্ল্যাক স্ট্যান্ডার এবং লাইট গোল্ড লেদারযুক্ত ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১৩,০১২ টাকা ) এবং ১৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৯৩২ টাকা )।

Xiaomi Watch S2 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

আগেই বলেছি, শাওমি ওয়াচ এস ২ স্মার্টওয়াচটি ৪২ এমএম এবং ৪৬ এমএম, এই দুই গোলাকৃতির ডায়াল সাইজে এসেছে। এর ডায়ালের ডান পাশে রয়েছে একটি ফিজিক্যাল বাটন। তাছাড়া ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে স্টেনলেস স্টিল মেটাল মিডিল ফ্রেম এবং স্যাফায়ার গ্লাস। আবার এর ৪২ এমএম ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ১.৩২ ইঞ্চি স্ক্রিন এবং ৪৬ এমএম মডেলে থাকছে ১.৪৩ ইঞ্চি ডিসপ্লে। উভয় ডিসপ্লে অ্যামোলেড প্যানেল যুক্ত, যার রেজোলিউশন ৪৬৬x৪৬৬ পিক্সেল।

অন্যদিকে হেলথ ফিচার হিসাবে ঘড়িটিতে রয়েছে হার্ট রেট মনিটর ও SpO2 সেন্সর। তাছাড়া এটি বডি কম্পোজিশন মাপতে পারবে। অর্থাৎ এতে রয়েছে ফ্যাট পার্সেন্টেজ, স্কেলেটন মাসেল মাস, প্রোটিন ভলিউম ইত্যাদি পরিমাপ করার ক্ষমতা। তবে এই ফিচারগুলি ব্যবহার করার জন্য ইউজারকে ঘড়ির ডানপাশের বাটনের ওপর দুটি আঙুল রাখতে হবে। তদুপরি ওয়্যারেবলটি শরীরের তাপমাত্রা নিরীক্ষণ করতে সক্ষম। সেই সঙ্গে ঘড়িটি স্লিপ, স্ট্রেস, ওমেন মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাক করতে পারবে। তাছাড়া ঘড়িটিতে একশোটিরও বেশি স্পোর্টস মোড উপলব্ধ।

আবার Xiaomi Watch S2 স্মার্টওয়াচে বিল্ট ইন মাইক্রোফোন এবং স্পিকার উপস্থিত থাকার কারনে ঘড়িটির মাধ্যমে ব্যবহারকারী অনায়াসেই ফোন কল করতে পারবেন। আবার এতে সেফটি ট্রাকিং ফিচারও উপলব্ধ। তার সাথে এটি জিপিএস, ব্লুটুথ ৫.২ এবং এনএফসি সাপোর্ট করবে। এবার আসা যাক ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য ৪২ এমএম মডেলে দেওয়া হয়েছে ৩০৫ এমএমএইচ ব্যাটারি, যা একবার চার্জে সাতদিন পর্যন্ত স্মার্টওয়াচটিকে ব্যবহারযোগ্য রাখবে। অন্যদিকে ৪৬ এমএম ভার্সনে থাকছে ৫০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।