ব্লুটুথ কলিং ফিচারের সস্তা স্মার্টওয়াচ খুঁজছেন? Zebronics Zeb-Iconic Lite আপনার জন্য উপযুক্ত

স্মার্টওয়াচের বাজার দখল করতে একের পর এক প্রোডাক্ট আনছে ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতকারী ভারতীয় সংস্থা Zebronics। গত বছর জুন মাসে তারা এনেছিল ব্লুটুথ কলিং সহ Zebronics Drip স্মার্টওয়াচ। আর এবার তারা লঞ্চ করল তাদের নতুন আরেকটি স্মার্টওয়াচ, যার নাম Zebronics Zeb-Iconic Lite। নতুন এই ঘড়িটি ডুয়াল মেনু ইউআই এবং ৫ দিনের ব্যাটারি লাইফ সহ এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Zebronics Zeb-Iconic Lite স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Zebronics Zeb-Iconic Lite স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জেব্রনিক্স জেব-আইকনিক লাইট স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ঘড়িটি।গোল্ড ব্লু, সিলভার এবং ব্ল্যাক, এই তিনটি কালার অপশন ছাড়াও মেটাল ভার্সনে এসেছে নতুন স্মার্টওয়াচটি।

Zebronics Zeb-Iconic Lite স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত জেব্রনিক্স জেব-আইকনিক লাইট স্মার্টওয়াচটি মেটাল বডি এবং ২.৫ ডি কার্ভড স্ক্রিন সহ ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। উপরন্তু এই ঘড়িতে রয়েছে ডুয়াল মেনু ইউআই এবং ১০০টিরও বেশি ওয়াচফেস।

আর এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ব্লুটুথ কলিং ফিচার। এমনকি এতে সিরি ও গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। এছাড়া ওয়্যারেবলটির অন্যান্য ফিচারগুলি হল ক্যালকুলেটর, ক্যামেরা সাটার, মিউজিক কন্ট্রোল এবং ইনবিল্ট গেম।

অন্যদিকে, ফিটনেস প্রেমীদের জন্য উপযুক্ত এই স্মার্টওয়াচ। কারণ এতে থাকছে ১০০ টিরও বেশি বিল্ট-ইন স্পোর্টস মোড। আবার ইউজারের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য হেলথ ফিচার হিসাবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 ট্র্যাকার, বিপি মনিটর, পিডিওমিটার, ক্যালরি কাউন্টার, স্লিপ মনিটর এবং মেডিকেটিভ ব্রিদিং উপস্থিত। এই ঘড়িটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এবার আলোচনা করা যাক Zebronics Zeb-Iconic Lite স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি পাঁচ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ওয়্যারেবলটি IP67 রেটিংসহ এসেছে।