Nokia C31 vs Samsung Galaxy A03: দশ হাজার টাকা রেঞ্জে নোকিয়া নাকি স‌্যামসাংয়ের ফোন বাজিমাত করল

HMD Global মালিকানাধীন ব্র্যান্ড Nokia গত ১৫ই ডিসেম্বর C-সিরিজের অধীনে একটি নয়া হ্যান্ডসেটের ঘোষণা করেছিল। Nokia C31 নামের এই ফোনটি ৯,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে লঞ্চ হয়েছে। এতে – ২০:৯ এসপেক্ট রেশিও সমর্থিত HD+ ডিসপ্লে প্যানেল, ৪ জিবি পর্যন্ত র‌্যাম, ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫,০৫০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এই ফোনটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে উপলব্ধ Samsung Galaxy A03। এদের দামের মধ্যে মাত্র ৫০০ টাকার তফাত রয়েছে। তাই ১০ হাজার টাকার রেঞ্জে কোনটিকে বেছে নেওয়া অধিক লাভজনক হবে, এই প্রশ্ন এখন অনেক ক্রেতাদের মনে জাগছে। সেই কারণে এই প্রতিবেদনে আমরা নয়া Nokia C31 এবং Samsung Galaxy A03 স্মার্টফোন দুটির মধ্যে দাম ও ফিচারের পার্থক্য নিয়ে আলোচনা করবো।

Nokia C31 vs Samsung Galaxy A03 : ডিসপ্লে, সেন্সর

নোকিয়া সি৩১ স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির এইচডি প্লাস (১২০০x৭২০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও ও স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ স্মার্টফোনে আছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ইনফিনিটি-ভি TFT ডিসপ্লে প্যানেল, যার এসপেক্ট রেশিও ২০:৯। সেন্সর হিসাবে এতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর বর্তমান।

Nokia C31 vs Samsung Galaxy A03 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, নোকিয়া সি৩১ স্মার্টফোনে একটি নামহীন অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে এতে – ৪ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ আছে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

উন্নত পারফরম্যান্স অফার করার জন্য স্যামসাং গ্যালাক্সি এ০৩ ১.৬ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই কোর ৩.১ কাস্টম ওএস পাওয়া যাবে। আবার স্টোরেজের কথা বললে, ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত মেমরি এই ডিভাইসে বর্তমান। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে।

Nokia C31 vs Samsung Galaxy A03 : ক্যামেরা সেটআপ

নোকিয়া সি৩১ স্মার্টফোনের রিয়ার প্যানেলে বিদ্যমান থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল টারশিয়ারি ম্যাক্রো লেন্স। আর ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর অবস্থিত নচ কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে স্যামসাং গ্যালাক্সি এ০৩ স্মার্টফোনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের ডিসপ্লের উপরিভাগে ৫ মেগাপিক্সলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা (অ্যাপারচার :এফ/২.২) দেওয়া হয়েছে। সর্বোপরি, ফোনটি ‘স্মার্ট সেলফি অ্যাঙ্গেল’ ফিচার সহ এসেছে, যা সেলফি সেন্সরের ফ্রেমে একাধিক মানুষের মুখ শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনকে ওয়াইড অ্যাঙ্গেলে স্যুইচ করবে বলে দাবি করেছে সংস্থাটি।

Nokia C31 vs Samsung Galaxy A03 : ব্যাটারি, কানেক্টিভিটি অপশন

কানেক্টিভিটির জন্য নোকিয়া সি৩১ মডেলে – ব্লুটুথ ৪.২, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, একটি মাইক্রো ইউএসবি ২.০ চার্জিং পোর্ট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং জিপিএস / এ-জিপিএস / গ্যালিলিও -ভিত্তিক লোকেশন ট্র্যাকার অন্তর্ভুক্ত৷ আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ০৩ স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক। বাজেট রেঞ্জের এই হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি একক চার্জে একদিন পর্যন্ত ডিভাইসকে সক্রিয় রাখবে বলে দাবি করেছে স্যামসাং।

Nokia C31 vs Samsung Galaxy A03 : পরিমাপ

নোকিয়া সি৩১ স্মার্টফোনের পরিমাপ ১৬৯.২x৭৮x৮.৬ মিমি এবং ওজন ২০০ গ্রাম।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ স্মার্টফোনের পরিমাপ ১৬৪.২x৭৫.৯x৯.১ মিমি এবং ওজন ১৯৬ গ্রাম।

Nokia C31 vs Samsung Galaxy A03 : দাম

ভারতে নোকিয়া সি৩১ স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে, ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটিকে – চারকোল, মিন্ট এবং সায়ান কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৩ স্মার্টফোনকে ১০,৪৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছে। এই দাম ফোনটির ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। ফোনটি ব্ল্যাক, ব্লু এবং রেড কালারে এসেছে।