বিশ্বকাপের প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড USA-এর‌ অ্যারন জোন্সের, হলেন ক্রিস গেইলের সমকক্ষ

আজ থেকে শুরু হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (ICC T20 World Cup 2024) এর। ইতিমধ্যে ইউএসএ বনাম কানাডা (USA vs Canada) ম্যাচটি খেলা সম্পন্ন হয়েছে। আর এই প্রথম ম্যাচটি হয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরনীয় হয়ে থাকার মতো। আজ প্রথমে ব্যাট করতে নেমে কানাডা ইউএসএর সামনে ১৯৫ রানের লক্ষ্য দিলেও, ইউএসএর অ্যারন জোন্স (Aaron Jone) এবং অ্যান্ড্রিজ গাউসের (Andries Gous) ইনিংসে ম্যাচটি জয়লাভ করে ইউএসএ।

১৯৫ রানের লক্ষ্যের সামনে ব্যাট করতে নেমে গাউসের ব্যাট থেকে ৪৬ বলে ৬৫ রান এবং অ্যারন জোন্সের ৪০ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস ইউএসএকে ৭ উইকেটে জয় এনে দেয়। গাউস ৬৫ রানে ফিরে গেলেও, অ্যারন জোন্স ম্যাচটি একার দায়িত্বে ফিনিশ করে আসেন। আর এই দুর্দান্ত ম্যাচজয়ী ইনিংসের পাশাপাশি বেশ কিছু নজির নিজের নাম করেছেন জোন্স। আসুন, সেদিকে নজর দেওয়া যাক।

আজ অ্যারন জোন্সের ৯৪ রানের ইনিংসে সামিল ছিল ১০ টি ছক্কা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ইভেন্টে অনেকেরই স্বপ্ন। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের (Chris Gayle) পরে এই নজির নিজের নামে করেছেন ইউএসএর জোন্স। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে ১১ টি ছক্কা মেরেছিলেন ক্রিস গেইল। তবে নন-ওপেনার হিসাবে জোন্স একমাত্র ব্যাটার, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে এক ইনিংসে ১০ টি ছক্কা হাঁকিয়েছেন।

এছাড়া অ্যারন জোন্স আর যে সকল মাইলফলক গুলি স্পর্শ করেছেন, সেগুলি হল ইউএসএ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম অর্ধশতরান পূরণ করেছেন তিনি। কানাডার বিরুদ্ধে ২২ বলে অর্ধশতরান করেছেন জোন্স, যা এর আগে কোনো ইউএসএর ব্যাটার করতে পারেননি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচেই দ্বিতীয় ক্রিকেটার হিসাবে সর্বাধিক রান করেছেন জোন্স। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ক্রিস গেইল (১০৭ রান)। এইসব কিছু ছাড়াও আজ জোন্সের ৯৪ রানের ইনিংসের ভিত্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়লাভ করেছে ইউএসএ।

Suman Patra

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago