Paris Olympics 2024: গল্ফে পিছিয়ে ভারতের অদিতি-দীক্ষা, পদক জয়ের লক্ষ্যে শেষদিনে কঠিন লড়াইয়ে নামবে ভারতীয় জুটি
গতকাল অদিতি অশোক এবং দীক্ষা ডাগর দুজনেই মহিলাদের গল্ফের ব্যক্তিগত বিভাগে দুরন্ত শুরু করেন। রাউন্ড ২ তে তারা দুজনেই ১৪ তম স্থানে শেষ করেছিলেন।
প্যারিস অলিম্পিকের শেষ পর্যায়ে ভারতের কাছে পদক জয় করার আর মাত্র কয়েকটি সুযোগ রয়েছে। ইতিমধ্যে ব্লু ব্রিগেডদের ঝুলিতে মাত্র ৫ টি ব্রোঞ্জ এবং একটি রৌপ পদক এসেছে। অন্যদিকে টোকিও অলিম্পিকে দুরন্ত পারফরম্যান্স করা অদিতি অশোক গতকাল মহিলাদের গল্ফের ব্যক্তিগত বিভাগের মাঠে নেমেছিলেন। তার সঙ্গে একই বিভাগে দেশের প্রতিভাবান গল্ফ খেলোয়াড় দীক্ষা ডাগর অংশগ্রহণ করেন। দুজনেই আজ গুরুত্বপূর্ণ মহিলাদের গল্ফের ব্যক্তিগত চূড়ান্ত রাউন্ডে মাঠে নামতে চলেছেন।
গতকাল অদিতি অশোক এবং দীক্ষা ডাগর দুজনেই মহিলাদের গল্ফের ব্যক্তিগত বিভাগে দুরন্ত শুরু করেন। রাউন্ড ২ তে তারা দুজনেই ১৪ তম স্থানে শেষ করেছিলেন।উল্লেখ্য অদিতি অশোক ২০২২ সালের টোকিও অলিম্পিকে অসাধারণ ফর্মে ছিলেন। তিনি টোকিওতে সামান্য ব্যবধানে চতুর্থ স্থানে শেষ করে পদক জয় করতে পারেননি। অন্যদিকে গতকাল অদিতি অশোক এবং দীক্ষা ডাগর মহিলাদের গল্ফের ব্যক্তিগত বিভাগের দ্বিতীয় রাউন্ডে আশা দেখালেও তৃতীয় রাউন্ডে রীতিমতো হতাশ করেন।
তৃতীয় রাউন্ডে যথাক্রমে অদিতি অশোক ৪০ এবং দীক্ষা ডাগর ৪২ তম স্থানে নেমে আসেন। ম্যাচ শেষে দীক্ষা বলেন,"আজ আমার জন্য কিছুই কাজ করেনি এবং আমি অনেক সুযোগও পাইনি। আমিও অনেক কিছু মিস করেছি।" অন্যদিকে নিউজিল্যান্ডের লিডিয়া কো এবং সুইজারল্যান্ডের মরগান মেট্রাক্স তৃতীয় রাউন্ডে দুরন্ত ফর্মে ছিলেন। গতকাল তারা দুজনেই শীর্ষস্থানে শেষ করে। লিডিয়া কো দুইবারের অলিম্পিক পদক বিজয়ী। তিনি টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন।
অন্যদিকে আজ প্যারিস অলিম্পিকে দুই ভারতীয় মহিলা অদিতি অশোক এবং দীক্ষা ডাগর চতুর্থ রাউন্ডে মাঠে নামতে চলেছেন। ম্যচটি আজ দুপুর ১২:৩০ থেকে শুরু হবে। ফলে শেষ মূহুর্তে দুরন্ত পারফরম্যান্স করে ফিরে এসে দেশকে তারা পদক এনে দিতে পারবেন কিনা এখন সেটাই দেখার।
গতকাল অদিতি অশোক এবং দীক্ষা ডাগর দুজনেই মহিলাদের গল্ফের ব্যক্তিগত বিভাগে দুরন্ত শুরু করেন। রাউন্ড ২ তে তারা দুজনেই ১৪ তম স্থানে শেষ করেছিলেন।