AFG vs AUS: গত বিশ্বকাপের বদলা সম্পন্ন করল আফগানরা, ২১ রানে অজিদের হারিয়ে ইতিহাস গড়ল রাশিদ-নবিরা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার ৮ এখন জমে উঠেছে। গ্ৰুপ ‘১’ থেকে ভারত ইতিমধ্যেই ২ টি ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের জায়গা প্রায় পাকা করে ফেলেছে। আজ এই গ্ৰুপ থেকে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান (Australia vs Afghanistan match) মুখোমুখি হয়। এই ম্যাচের আগে অজিরা টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও হারের সম্মুখীন হয়নি। অন্যদিকে আফগানিস্তান শেষ ম্যাচে ভারতের কাছে ৪৭ রানে হেরে যায়। এর ফলে আজ অজিদের পরাজিত করে সুপার ৮-এর লড়াইয়ে টিকে থাকার জন্য আফগানরা লড়াই চালায়।

ম্যাচে আর্নোস ভ্যালে স্টেডিয়ামে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরফলে আফগানিস্তানের হয়ে রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) ওপেনিং করতে আসেন‌। দুজনেই আজ ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। গুরবাজ এবং জাদরান মিলে মোট ১১৮ রানের পার্টনারশিপ গড়েন। এর মধ্যে গুরবাজের ব্যাট থেকে ৪৯ বলে ৪ টি চার এবং ৪ টি ছয়ের মাধ্যমে মোট ৬০ রান আসে এবং জাদরান ৪৮ বলে ৬ টি চারের মাধ্যমে মোট ৫১ রান করেন। এরপর আর কেউ আফগানদের হয়ে সেইভাবে রান করতে পারেননি।

ফলে তারা প্রথম ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মোট ১৪৮ রান সংগ্রহ করে। ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে প্যাট কামিন্স (Pat Cummins) আজও দুরন্ত ফর্মে ছিলেন। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে মোট ৩ টি উইকেট তুলে নেন। এরপর দ্বিতীয় ইনিংসে অজিরা ব্যাট করতে নেমে প্রথমেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেডের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। অধিনায়ক মিচেল মার্শও ৯ বলে মোট ১২ রান করে মাঠ ছাড়েন। তবে এইরকম গুরুত্বপূর্ণ সময় গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এসে দলের হাল ধরেন‌। তিনি একাই এক দিক থেকে ধরে রেখে‌ স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

ম্যাক্সওয়েলের ব্যাট থেকে ৪১ বলে ৬ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে মোট ৫৯ রান আসে। তবে আফগানিস্তানের বোলিং আক্রমণে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে চাপের মুখে পড়ে গিয়েছিল। তারা মোট ৮ ক্রিকেটারকে বোলিং আক্রমণে কাজে লাগায়। গুলবাদিন নায়েব (Gulbadin Naib) একাই ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নেন। ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ ওভার পর্যন্ত যায়। কিন্তু অস্ট্রেলিয়া ১৯.২ ওভারে ১২৭ রানে অল আউট হয়ে সমর্থকদের হতাশ করে। এরফলে আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ অজিদের ২১ রানে হারিয়ে ইতিহাস তৈরি করলো।

অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচের স্কোরবোর্ড (Australia vs Afghanistan Match Scoreboard):

আফগানিস্তান- ১৪৮/৬ (২০.০ ওভার)

রহমানুল্লাহ গুরবাজ- ৬০ (৪৯)

অস্ট্রেলিয়া- ১২৭/১০ (১৯.২ ওভার)

গ্লেন ম্যাক্সওয়েল- ৫৯ (৪১)

গুলবাদিন নায়েব- ৪-০-২০-৪

Julai Mondal

Share
Published by
Julai Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago