Categories: Sport

বড় ম্যাচে ব্যাট চলল বড় প্লেয়ারের, আইপিএলের আগে খুশির আমেজ CSK শিবিরে

ভারতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) জন্য রঞ্জি ট্রফির এই মরশুমটা দুঃস্বপ্নের মতো‌ ছিল। টুর্নামেন্টে ব্যাট হাতে রান পাননি মুম্বাই অধিনায়ক রাহানে। ফাইনালের (Ranji Trophy 2024 Final) আগে ৭ ম্যাচের ১১ ইনিংসে রাহানের ব্যাট থেকে এসেছিল মাত্র ১৩৪ রান। তার গড় ছিল ১৩.৪। এমনকি ফাইনালের প্রথম ইনিংসেও মাত্র ৭ রানে আউট হন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে অজিঙ্ক রাহানে যে ফর্মের জন্য পরিচিত তা দেখালেন।

ব্যাটিংয়ের জন্য কঠিন পরিস্থিতিতে মুম্বাইয়ের শুরুটা হয়েছিল বাজে। দুই ওপেনার পৃথ্বী শ্ব (Prithvi Shaw) ১১ ও ভূপেন লালওয়ানি ১৮ রান করেন। ৩৪ রানে মুম্বাইয়ের স্কোর যখন ২ উইকেট, তখন ক্রিজে নামেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। স্পিনের পাশাপাশি উইকেটেও ছিল পেসারদের জন্য ছিল সহায়তা। এখানে রাহানে দেখিয়ে দিলেন কেন তিনি বড় মাপের খেলোয়াড়। দলকে বিপদমুক্ত করে হাফ সেঞ্চুরি করেন রাহানে।

উমেশ যাদবের (Umesh Yadav) বলে কভার ড্রাইভ দিয়ে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন অজিঙ্ক রাহানে। ৪টি চার ও একটি ছক্কার সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মরশুমে এটি রাহানের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এর আগে ছত্তিশগড়ের বিরুদ্ধে ম্যাচে ফিফটি করেছিলেন তিনি। চলতি মরশুমে মুম্বইয়ের হয়ে ৯ নম্বর, ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানের ব্যাটসম্যানরা সেঞ্চুরি করেছেন। সেই কারণেই রাহানের দলে থাকা নিয়েও প্রশ্ন উঠছিল।

আইপিএল শুরু হবে ২২ মার্চ। সেখানে চেন্নাই সুপার কিংসের সদস্য অজিঙ্ক রাহানে। গত মরশুমে তার ব্যাট দারুণ ফর্মে ছিল। প্রথম মনে হচ্ছিল তার ফর্ম চেন্নাইয়ের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিন্তু এখন রাহানে অন্য দলগুলোর জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। দিনশেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১৪১। বিদর্ভের চেয়ে ২৬০ রানের লিড রয়েছে দলটির। রাহানে ৫৯ ও মুশির খান ৫১ রানে অপরাজিত আছেন।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

38 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

47 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

58 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago