Sport

Aman Sehrawat: ম্যাচের আগে ভিনেশের থেকেও বেড়েছিল ওজন, ১০ ঘন্টায় কিভাবে ওজন কমিয়ে মাঠে নামলেন আমান?

ভারতীয় দল অলিম্পিকে কুস্তি বিভাগে বরাবর নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করেছে। এই বছরও প্যারিস অলিম্পিকে কুস্তিতে ব্লু ব্রিগেডরা নানা কারণে আলোচনায় আছেন। গতকাল পুরুষদের ৫৭ কেজি কুস্তি বিভাগে ভারতের হয়ে আমান সেহরাওয়াত ব্রোঞ্জ জয় অরে দেশকে সন্মান এনে দেন। এটি ছিল এই বছরে প্যারিস অলিম্পিকে ভারতের ষষ্ঠতম পদক। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভিনেশ ফোগাটের মতোই এই কুস্তিগীরের ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল।

প্যারিস অলিম্পিকে আমান সেহরাওয়াত বৃহস্পতিবার পুরুষদের ৫৭ কেজি কুস্তির সেমিফাইনালে জাপানের শীর্ষ বাছাই রেই হিগুচির কাছে হারের সম্মুখীন হয়। তারপর ব্রোঞ্জ জয়ের ম্যাচের আগে ভারতীয় এই কুস্তিগীরের ওজন ৬১.৫ কেজি অর্থাৎ প্রয়োজনীয় ওজনের থেকে থেকে ৪.৫ কেজি বেশি ছিল। এর আগে প্যারিস অলিম্পিকে মহিলাদের কুস্তি বিভাগে ভিনেশ ফোগাট ওজনে ১০০ গ্ৰাম বেশি থাকায় ফাইনাল খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি এবং ডিসকোলিফাই হয়ে যান। এই ঘটনা বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোড়ন ফেলে দেয়।

ফলে আমান সেহরাওয়াতের কোচিং সদস্যরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। শেষ পর্যন্ত ভারতীয় এই কুস্তিগীর সারারাত ধরে না ঘুমিয়ে সফলভাবে ১০ ঘন্টার মধ্যে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেন। আমান ওজন কমানোর জন্য বিরতিহীন ট্রেডমিলে দৌড়ানোর সঙ্গে সঙ্গে একাধিক শারীরিক কসরতের মধ্যে দিয়ে যান। সেই সময় তিনি শুধুমাত্র কফির সাথে লেবু ও মধু মিশিয়ে হালকা গরম জল খেয়েছিলেন। এর ফলে আমান সেহরাওয়াতের ওজন ৫৬.৯ কেজিতে নেমে আসে এবং গতকাল দুর্দান্ত লড়াই করে ব্রোঞ্জ জয় করে নেন।

ভারতের হয়ে সবচেয়ে কম বয়সী এই অলিম্পিক পদকজয়ীর অন্যতম কোচ বীরেন্দর দাহিয়া বলেন, “আমরা প্রতি ঘণ্টায় আমানের ওজন পরীক্ষা করছিলাম। আমরা সারা রাত ঘুমাইনি এমনকি দিনেও না। ওজন কমানোর বিষয়টি আমাদের জন্য রুটিনমাফিক বিষয় স্বাভাবিক ঘটনা কিন্তু ভিনেশের ঘটনাটা আমাদের চিন্তায় রেখেছিল।” শুক্রবার প্যারিস অলিম্পিকে পুয়ের্তো রিকোর ড্যারিয়ান ক্রুজকে হারিয়ে আমান ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে অলিম্পিকের পদকপ্রাপ্ত হন।

Suman Patra

Share
Published by
Suman Patra

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago