Aman Sehrawat: ইতিহাস গড়লেন আমান, নিজের প্রথম অলিম্পিকেই দেশকে পদক এনে দিলেন ভারতের একমাত্র কুস্তিগীর

২০২৪ অলিম্পিকে ভারতের আমন সেহরাওয়াত ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন। কঠিন ম্যাচে পুয়ের্তো রিকোর কুস্তিগীরকে ১৩-৫...
PUJA 10 Aug 2024 12:09 AM IST

২০২৪ অলিম্পিকে ভারতের আমন সেহরাওয়াত ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন। কঠিন ম্যাচে পুয়ের্তো রিকোর কুস্তিগীরকে ১৩-৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন আমান। এই জয়ে প্যারিস অলিম্পিকের ১৪তম দিনে ঝুলিতে ষষ্ঠ পদক তুলে নিল ভারত। প্রথম রাউন্ডে ভারতের আমন সেহরাওয়াত প্রতিপক্ষের বিরুদ্ধে ৬-৩ ব্যবধানে এগিয়ে যান। এরপর দ্বিতীয় রাউন্ডেও এগিয়ে যান আমান।

খেলার শেষ দুই মিনিটে আমান ৮-৫ ব্যবধানে এগিয়ে যান পুয়ের্তো রিকান কুস্তিগীরকে। শেষ এক মিনিটে ১২-৫ ব্যবধানে এগিয়ে যান আমান। নির্ধারিত সময়ের শেষ দিকে ১৩ পয়েন্ট নিয়ে ম্যাচ জিতে নেয় আমান। এই জয়ে ১৪তম দিনে ভারতের ঝুলিতে উঠে এসেছে ষষ্ঠ পদক।

এটি ভারতীয় দলের এই অলিম্পিকে পঞ্চম ব্রোঞ্জ পদক। উল্লেখ্য আমান একমাত্র পুরুষ কুস্তিগীর যিনি প্যারিস অলিম্পিকে এবছর ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছিলেন। মাত্র ২১ বছর বয়সী এই কুস্তিগীরের এটি প্রথম অলিম্পিক।

প্যারিস অলিম্পিকের সেমিফাইনাল ম্যাচে ভারতের আমন সেহরাওয়াত শীর্ষ বাছাই জাপানের রেই হিগুচির মুখোমুখি হয়েছিলেন। তবে এই ম্যাচে রেই হিগুচির বিপক্ষে ১০-০ তে বড় ব্যবধানে হারের মুখ দেখতে হয় আমানকে। এই কারণেই আমান সেহরাওয়াতকে ব্রোঞ্জ পদকের ম্যাচে নামতে হয়।

Show Full Article
Next Story