KKR vs SRH: রাসেল তান্ডবে টিকলো না কামিন্স-ভুবিরা, একার দমে KKR-কে পৌঁছে দিলেন বিরাট স্কোরে
আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর প্রথম ম্যাচ খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচেই...আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর প্রথম ম্যাচ খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচেই কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের (KKR vs SRH) মুখোমুখি হয়েছে তারা। এই বছরের শুরুতে অনেকের আশা ছিল কেকেআরের ওপেনিং জুটি নিয়ে। কিন্তু সবকিছু সিদ্ধান্তকে পাশে রেখেই ফিল সল্টের (Phil Salt) সাথে সুনীল নারিনকে ওপেনে পাঠান গৌতম গম্ভীররা।
ইনিংসের শুরুতে ফিল সল্ট নাইট শিবিরের মুখে হাসি ফোটান। মার্কো জেনসেনকে একই ওভারে পরপর তিনটি বলে তিনটি ছক্কা হাকান সল্ট। ওই ওভারের শেষ বলেই রান আউট হয়ে ফিরে যান নারিন। এরপর সল্টের সাথ দিতে ক্রিজে আসেন ভেঙ্কটেশ আইয়ার৷ প্রথম বল থেকেই তার মধ্যে আক্রমণাত্মক প্রবণতা দেখা গেলেও, মাত্র ৫ বলে ৭ রান করে টি-নটরাজনের শিকার হন তিনি।
পরবর্তী ব্যাটসম্যান হিসাবে ক্রিজে আসেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আসতে না আসতেই টি-নটরাজনের ওই একই ওভারে আউট হন শ্রেয়াস। মাত্র দুই বল খেলেই শূন্য রানে আউট হয়ে যান তিনি। পাওয়ারপ্লের মধ্যেই দ্রুত ৩ উইকেট হারায় কেকেআর। এরপর কেকেআরের সহ-অধিনায়ক নিতীশ রানাও ব্যাটে এলে, মাত্র ৯ রানে আউট হয়ে যান তিনি। তার উইকেটটি নেন মায়াঙ্ক মারকান্ডে। নিতীশ আউট হওয়ার পর ক্রিজে আসেন রমনদীপ সিং।
আজ ব্যাটে আসতেই সল্টের সাথে পাল্লা দিয়ে প্রথম থেকেই বড় শট খেলছিলেন রমনদীপ। খুব খারাপ পরিস্থিতি থেকে দলকে বের করে আনেন তিনি। মাত্র ১৭ টি বল খেলে ৩৬ টি মূল্যবান রান দলকে উপহার করেন রমনদীপ। তিনি আউট হওয়ার পর ক্রিজে আসেন রিঙ্কু সিং। প্রথম বলেই বাউন্ডারি দিয়ে এই মরশুমের যাত্রা শুরু করেন তিনি। অন্যদিকে সল্টও দলের কঠিন পরিস্থিতিতে টিকে খেলে নিজের অর্ধশতরান পূরণ করেন। তবে ৪০ বলে ৫৪ রান করে আউট হন তিনি। দুর্দ্ধর্ষ ক্যাচ নিয়ে তাকে প্যাভিলিয়নে ফেরান মার্কো জেনসন।
পরবর্তী ব্যাটসম্যান হিসাবে রিঙ্কুর সাথ দিতে ক্রিজে আসেন আন্দ্রে রাসেল (Andre Russell)। এসে থেকেই আক্রমণাত্মক ছন্দে ব্যাটিং করতে দেখা যায় তাকে। যেন ছক্কাতেই সীমিত ছিল তার ইনিংস। আজ দলের প্রয়োজনে মাত্র ২৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেন রাসেল। যার মধ্যে ছিল ৭ টি সুবিশাল ছক্কা এবং ৩ টি বাউন্ডারি। অন্যদিকে রিঙ্কু শেষ ওভারের প্রথম বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন, ২৩ রান করে আউট হতে হয় তাকে। অবশেষে মিচেল স্টার্ক এবং রাসেল মিলে কেকেআরের রান পৌঁছে দেন ২০৮ রানে।
স্কোরকার্ড:
কলকাতা নাইট রাইডার্স: ২০৮/৭ (২০ ওভার)
আন্দ্রে রাসেল: ৬৪(২৫)*
ফিল সল্ট: ৫৪(৪০)