৬, ৬, ৬, BPL ফাইনালে ছক্কার বন্যা রাসেলের,‌ দল চ্যাম্পিয়ন না হলেও আইপিএল নিয়ে স্বপ্ন দেখাচ্ছেন KKR স্টার

আর মাত্র ২০ দিন পরেই আইপিএল ২০২৪ (IPL 2024) এর শুভারম্ভ। এবার দলের পরিকাঠামো দেখে এখন থেকেই খুব আনন্দিত কলকাতা নাইট...
techgup 2 March 2024 8:01 AM IST

আর মাত্র ২০ দিন পরেই আইপিএল ২০২৪ (IPL 2024) এর শুভারম্ভ। এবার দলের পরিকাঠামো দেখে এখন থেকেই খুব আনন্দিত কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ভক্তরা। তার উপর পুনরায় ছন্দে ফিরতে দেখা গেছে আন্দ্রে রাসেলকে (Andre Russell)। যা বিগত কিছু বছরে তেমন দেখা যাচ্ছিলো না। এবার আবার নিজের পুরোনো ছন্দে ফিরেছেন তিনি।

আন্দ্রে রাসেলকে একসময় বিশ্বের অনেক উচ্চমানের বোলাররাও বল করতে ভয় পেতেন। কিন্তু বিগত কিছু বছরে খারাপ ছন্দে ভুগছিলেন। এবার পুনরায় ছন্দে ফিরতে টি-২০ বিশ্বকাপের আগে আবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। সেখানেও বিধ্বংসীভাবে খেলতে দেখা গেছে তাকে। এরপর আইএলটি-২০ (ILT20 2024) থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2024) সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

চলতি বিপিএল ২০২৪ এর ফাইনাল (BPL 2024 Final) ছিল শুক্রবার। যেখানে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল (Comilla Victorians vs Fortune Barishal)। আর এই ম্যাচেও জ্বলে উঠে দেখা গেছে কুমিল্লার হয়ে প্রতিনিধিত্বকারী রাসেলকে। আজ খুব বেশি বল খেলার সুযোগ না হলেও, ১৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

কুমিল্লা চ্যাম্পিয়ন হতে না পারলেও, রাসেলের ইনিংসটি মনে রেখে দেবে সকলেই। বিশেষ করে কেকেআর ভক্তরা তো মনে রাখবেনই। যাই হোক, শুক্রবারের এই ১৪ বলে ২৭ ইনিংসের মধ্যে ছিল ৪ টি সুবিশাল ছক্কা। যার মধ্যে একটি ওভারেই ৩ টি ছক্কা হাঁকাতে দেখা গেছে রাসেলকে৷ ইংলিশ বোলার জেমস ফুলারকে (James Fuller) ১৯ তম ওভারে ৩ টি ছক্কা হাঁকান তিনি। বর্তমানে রাসেলের এরকম ইনিংস আবার নতুন করে শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছে কেকেআর ভক্তদের।

Show Full Article
Next Story