Sport

Anshuman Gaekwad Death: ব্যর্থ বোর্ডের অনুদান, ৭১ বছর বয়সে মারা গেলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ ও নির্বাচক

ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৭১ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অংশুমান গায়কোয়াড। ভারতের হয়ে দুটি বিশ্বকাপ খেলা গায়কোয়াড় ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং আবার ২০০০ সালে দলের প্রধান কোচও ছিলেন। কিছুদিন আগে অংশুমান গায়কোয়াডের চিকিৎসার জন্য এক কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছিল বিসিসিআই। ১৯৭৪ সালে ভারতের হয়ে অভিষেক হওয়া গায়কোয়াড খেলেছেন ৪০টি টেস্ট ও ১৫টি ওয়ানডে। ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অংশ ছিলেন তিনি। ক্যারিয়ারে দুটি সেঞ্চুরির সাহায্যে ১১৫৪ রান করেন এবং ১৯৮৩ সালে জলন্ধরে পাকিস্তানের বিপক্ষে ২০১ রানের সর্বোচ্চ স্কোর করেন।

লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ব্লাড ক্যানসারের চিকিৎসা চলছিল অংশুমান গায়কোয়াডের। লন্ডনে দীর্ঘদিন কাটিয়ে গত মাসে দেশে ফেরেন তিনি। তার চিকিৎসার জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছিল বিসিসিআই। সেই সঙ্গে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যরাও এই ক্রিকেটারকে সাহায্য করতে অবদান রাখেন। ২২ বছরের কেরিয়ারে ২০৫টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন গায়কোয়াড।

তার কোচিংয়ে ১৯৯৮ সালে শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল ভারত। দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিপক্ষে অনিল কুম্বলে টেস্ট ইনিংসে ১০ উইকেট নেওয়ার সময় ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে ২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্সআপ হওয়া ভারতীয় দলেরও কোচ ছিলেন তিনি।

৭১ বছর বয়সী এই ক্রিকেটারের সঙ্কটজনক অবস্থার কথা এ বছরের শুরুতে তুলে ধরেছিলেন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল। গায়কোয়াড এক বছরেরও বেশি সময় ধরে সাহসিকতার সঙ্গে তার অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন এবং লন্ডনে তার চিকিৎসা চলছিল। গায়কোয়াড ব্যক্তিগতভাবে পাতিলকে তার আর্থিক চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন, যার পরে প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলারের সাথে যোগাযোগ করেছিলেন, যিনি আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিলেন।

Puja Mondal

Share
Published by
Puja Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago