Arshad Nadeem: দেশকে সোনা এনে দিয়ে অল্টো গাড়ি সহ উপহার পেলেন আস্ত মোষ, সমালোচনার শিকার পাকিস্তান
জেনে অবাক হবেন যে সুজুকি অল্টোর দাম পাকিস্তানি রুপিতে ২৩.৩১ লক্ষ টাকা হলেও ভারতীয় রুপিতে এই গাড়িটির দাম ৭ লক্ষ টাকার সামান্য বেশি।
নীরজ চোপড়াকে হারিয়ে অলিম্পিকে সোনা জেতা পাকিস্তানের কাছে কোনও ছোটখাটো ব্যাপার নয়। গত সপ্তাহে প্যারিসে রেকর্ড ৯২.৯৭ মিটার ছুঁড়ে অ্যাথলেটিক্সে পাকিস্তানের প্রথম অলিম্পিক পদক জিতে ইতিহাস গড়েছেন আরশাদ নাদিম। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকের পর পাকিস্তানের প্রথম ব্যক্তিগত পদকও জিতেছেন তিনি। এই দুর্দান্ত কীর্তির পর আরশাদ নাদিমের নাম শোনা যাচ্ছে গোটা বিশ্বে। এদিকে এক পাকিস্তানি-আমেরিকান ব্যবসায়ী আরশাদ নাদিমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে উপহাস করা হচ্ছে। সর্বোপরি, পুরো বিষয়টি কী, আসুন জেনেনি।
আসলে আরশাদ নাদিমকে সুজুকি অল্টো উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন পাকিস্তানি-আমেরিকান এই ব্যবসায়ী। পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারকারী সৈয়দ জাফর আব্বাস জাফরি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং লিখেছেন যে ব্যবসায়ী আলি শেখানি নাদিম আরশাদ নাদিমকে একটি 'ব্র্যান্ড নিউ অল্টো গাড়ি' উপহার দিতে চলেছেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, আরশাদ নাদিমের ভক্তরা ব্যবসায়ীকে এই সাধারণ এবং পুরানো হ্যাচব্যাক উপহার দেওয়ার জন্য নিন্দা করেছেন। আপনি জেনে অবাক হবেন যে সুজুকি অল্টোর দাম পাকিস্তানি রুপিতে ২৩.৩১ লক্ষ টাকা হলেও ভারতীয় রুপিতে এই গাড়িটির দাম ৭ লক্ষ টাকার সামান্য বেশি। এছাড়াও নাদিমের শশুর মশাই তাকে একটি আস্ত মোষ উপহার দিয়েছেন।
দুই সন্তানের পিতা ২৭ বছর বয়সী আরশাদ নাদিম পাকিস্তানের পাঞ্জাবের খানেওয়ালের আট সন্তানের একটি দরিদ্র পরিবার থেকে এসেছেন। অলিম্পিকে সোনা জিতে তিনি লেখেন, ''স্বাধীনতা দিবসের আগে (১৪ আগস্ট) এই স্বর্ণপদক গোটা দেশকে আমার উপহার।"
জেনে অবাক হবেন যে সুজুকি অল্টোর দাম পাকিস্তানি রুপিতে ২৩.৩১ লক্ষ টাকা হলেও ভারতীয় রুপিতে এই গাড়িটির দাম ৭ লক্ষ টাকার সামান্য বেশি।