হ্যাজেলউডের টানা তিন ওভার মেডেন তো ওয়ার্নারের দুরন্ত ইনিংস, বিশ্বকাপের জন্য হট ফেভারিট অস্ট্রেলিয়া
শুরু হয়ে গিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ (T20 World Cup 2024 Warm Up Matches)। গতকাল ত্রিনিদাদের...শুরু হয়ে গিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ (T20 World Cup 2024 Warm Up Matches)। গতকাল ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া দল (Australia Cricket Team)। টুর্নামেন্টের ষষ্ঠ প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার বিপক্ষে চ্যালেঞ্জে ছিল অস্ট্রেলিয়া দলের। ২০২১ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া এই ম্যাচে দেখিয়ে দিল কেন এবার তাদের ট্রফির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে। বর্তমানে ওয়ানডে ও টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এদিকে ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।
এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আইপিএলে না খেলা জশ হেডলউড (Josh Hazelwood) দ্বিতীয় বলেই ওপেনার মাইকেল ভ্যান লিনজেনকে আউট করেন। ওভারে একটিও রান দেননি তিনি। তিনি তার স্পেলের প্রথম তিন ওভারে মেডেন বোলিং করেছিলেন এবং এতে দুটি উইকেটও নিয়েছিলেন। হ্যাজেলউডের স্পেল শেষ হওয়ার পর অ্যাডাম জাম্পা আসেন। তিনিও ব্যাটসম্যানদের বেঁধে রাখেন। ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৯ রান তুলতে পারত নামিবিয়ার দল।
পার্টটাইম স্পিনার টিম ডেভিড ৪ ওভারে ৩৯ রান দেন। ৪ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নেন হ্যাজেলউড। চার ওভারে ৩ উইকেট নেন জাম্পা। নামিবিয়ার কথা বললে, ৩০ বলে ৩৮ রানের সবচেয়ে বড় ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জন গ্রিন।
ব্যাটিংয় আসার সাথে সাথেই বোলারদের গুঁড়িয়ে দিতে শুরু করেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। পাওয়ার প্লের পর দলের স্কোর দাঁড়ায় ৬১ রান। মিচেল মার্শ ১৪ বলে ১৮ ও জশ ইংলিশ ৪ বলে ৫ রান করেন। টিম ডেভিড ১৬ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ রান করেন। তবে বিপরীত দিকে আক্রমণ চালিয়ে যান ওয়ার্নার। দশম ওভারে ছক্কা হাঁকিয়ে ২০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এরপর পরের বলে চার মেরে দলকে জয় এনে দেন। ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৪ রান করেন ওয়ার্নার।