Sport

Axar Patel: রোহিতের একটি সিদ্ধান্ত বদলে দিয়েছিল বিশ্বকাপ ফাইনালের চিত্র, প্রকাশ করলেন অক্ষর

এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার মুখ থেকে জয় ছিনিয়ে নিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ব্লু-ব্রিগেড। তারপর থেকে প্রায় তিন সপ্তাহ কেটে গেছে, কিন্তু এখনো ভারতীয়দের মধ্যে সেই জয়ের খুশি উপচে পড়ছে। ক্রিকেটাররাও ওই স্মরণীয় দিনটিকে ভুলতে পারেননি। একাধিক ক্রিকেটার সাংবাদিক সাক্ষাৎকার বারংবার সেই স্মৃতি টেনে আনছেন।

সম্প্রতি ক্রিকবাজের এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তার জন্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি বেশ স্মরণীয় ছিল। এমনকি ফাইনাল ম্যাচেও ভারতের কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে নেমে ৩১ বলে ৪৭ রানের দুদ্ধর্ষ ইনিংস খেলে বিরাট কোহলিকে চাপমুক্ত করেছিলেন তিনি। এবার তার মুখ থেকেই শোনা গেছে, ওই কঠিন অবস্থায় ব্যাট নামার আগে ড্রেসিংরুমের পরিস্থিতির সম্পর্কে।

ক্রিকবাজের সাথে সাক্ষাৎকারে অক্ষরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ঋষভ পান্থ যখন আউট হলেন তখন রোহিত ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি আমার পিঠ চাপড়ে বলেছিলেন, ‘অক্ষর প্যাডটা পড়ে নে’। এরপরে যুজবেন্দ্র চাহাল দৌড়ে এসে আমাকে বলেছিলেন যে রাহুল (দ্রাবিড়) ভাই আমাকে প্যাড পড়াতে চান।” এরপরেই মাত্র ৪.৩ ওভারে ৩৪ রানের মাথায় আউট হন সূর্যকুমার যাদবও।

ওই পরিস্থিতির কথা উল্লেখ করতে গিয়ে ভারতীয় অলরাউন্ডার বলেন, “আমি যখন প্যাড পরছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম না কী করতে হবে। আমাদের দুই উইকেট পড়ে গিয়েছিল এবং আমি তখনো পিচ বিশ্লেষণ করতে পারিনি। এরপরে দেখলাম সূর্যকুমার যাদবও আউট হয়ে গেলেন। জিনিসগুলি হঠাৎই এতটাই দ্রুত হয়ে গেল যে আমার কাছে সময়ই ছিল না। তাহলে ভাবুন।” এই মনোভাব নিয়ে ব্যাট করতে নেমে প্রথমে বিরাটের সাথে পার্টনারশিপের লক্ষ্যে এগোন অক্ষর। তারপর সেখান থেকেই ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলে দুর্ভাগ্যবশত রানআউট হয়ে ফেরেন তিনি।

Ankita Mondal

Share
Published by
Ankita Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago