পাওয়া‌ যায়নি‌ স্থায়ী কোচ, এবার প্রাক্তন KKR প্লেয়ারকে নিউজিল্যান্ড সফরের জন্য হেডকোচ করল পাকিস্তান

চলতি এপিল মাসে ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ (Pakistan vs New Zealand T20I...
techgup 9 April 2024 1:30 PM IST

চলতি এপিল মাসে ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ (Pakistan vs New Zealand T20I Series)। যা খেলা হবে পাকিস্তানে। ৫ টি টি-২০ ম্যাচের সিরিজ হতে চলেছে এটি। তার আগেই বড়সড় পদক্ষেপ নিয়ে বসলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সেটি হল, আসন্ন ওই সিরিজের আগেই হঠাৎ করে প্রধান কোচের নাম ঘোষণা করলো পিসিবি।

বেশ কয়েকসপ্তাহ জুড়ে শোনা যাচ্ছিলো, পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ কে হবেন! যদিও শোনা যাচ্ছিলো জেসন গিলেস্পি এবং গ্যারি কার্স্টেনের নাম। এদের মধ্যেই কোনো একজনকে প্রধান কোচ হিসাবে বেছে নিতে চেয়েছিল। সেই সম্ভাবনাও শেষ হয়নি এখনো। তবে পূর্ণমেয়াদের কোচ ঘোষণার আগেই এগিয়ে এসেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজটি৷ হাতে আর ১০ টা দিনও সময় নেই। আর তারপরেই রয়েছে টি-২০ বিশ্বকাপটি।

তাই আসন্ন নিউজিল্যান্ড টি-২০ সিরিজের জন্য প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার তথা প্রাক্তন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা আজহার মাহমুদকে (Azhar Mahmood) পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে মনোনীত করেছে পিসিবি। এই তারকা ওইসময়ে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় পরিবর্ত ক্রিকেটার হিসাবে ২০১৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন। অন্যদিকে ২০১৬-২০১৯ সালে পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন আজহার।

আজহারের পাশাপাশি মোহাম্মদ ইউসুফের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটিং কোচের দায়িত্ব। আর প্রাক্তন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। এছাড়া পাকিস্তান সিনিয়র পুরুষ দলের নির্বাচকের দায়িত্বে রয়েছেন ওয়াহাব রিয়াজ। প্রাক্তন পাকিস্তানি তারকাদের নিয়েই বর্তমানে এগোনোর প্রচেষ্টা পাকিস্তান ক্রিকেট দলের।

Show Full Article
Next Story